শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯, ০৬:৩৭ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৯, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বাংলাদেশ ভারতের অংশ’ দাবির উত্তরে

 

মাসুদ রানা : লন্ডনে এসে যে বাংলাদেশি মন্ত্রীটি বলেছেন যে, বাংলাদেশ সম্পর্কে প্রবাসী বাঙালিদের কোনো ধারণা নেই, তিনিই বলেছেন বাংলাদেশ ভারতের অংশ। কী চমৎকার ধারণা স্বদেশ নিয়ে। আমি মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগই করছি না। তবে আমি খুব লজ্জিত হয়েছি এই দেখে যে, যেসব লন্ডনী বাঙালির সামনে বাংলাদেশি মন্ত্রীটি ওই কথাগুলো বললেন, তাদের কেউ এর প্রতিবাদ করলেন না। ধিক, সেই লন্ডনী বাঙালিদের, যারা ৩০ লাখ শহীদের রক্তের দামে কেনা বাংলাদেশকে ভারতের অংশ বলে ঘোষিত দাবিকে বিনা প্রতিবাদে মেনে নেয়। তবে আমি নিশ্চিত যে, যে আত্মসম্মানহীন লন্ডনী বাঙালি বাংলাদেশি মন্ত্রীর ওই দাবি বিনা প্রতিবাদে মেনে নিয়েছে, তারা প্রবাসী বাঙালি তো বটেই, এমনকি লন্ডনী বাঙালির অতি ক্ষুদ্র একটা অংশ।

আমার বিশ্বাস, যে লন্ডনী বাঙালিরা ১৯৭১ সালে স্বদেশ ও স্বজাতির স্বাধীনতার সংগ্রামের পক্ষে লন্ডনের রাজপথে নেমে সারাবিশ্বকে সচেতন করে বিশ্বজনমত গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তারা কখনো এবং কোনোভাবেই বাংলাদেশকে ভারতের অংশ হিসেবে মেনে নেবেন না। বাংলাদেশ থেকে সে দেশকে ভারতের অংশ হিসেবে যদি কখনো ঘোষণা করা হয়, আমার কোনো সন্দেহ নেই যে, বিশ্বপরিসরে এই লন্ডনের বাঙালিরাই শুরু করবেন আরেকটা ‘বাংলাদেশ লিবারেশন ওয়ার’। মন্ত্রী সাহেব, প্রবাসী বাঙালিদের ‘আন্ডার এস্টিমেইট’ করবেন না। বরং আপনারই কোনো ধারণা নেই প্রবাসী বাঙালি সম্পর্কে। ১৬/১১/২০১৯
লন্ডন, ইংল্যান্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়