শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯, ০৫:৩৬ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৯, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে লবন নিয়ে লঙ্কাকান্ড

হৃদয় ইসলাম, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে লবনের দাম বেড়েছে এমন গুজবে লঙ্কাকান্ড ঘটেছে। সোমবার সন্ধ্যা থেকেই লবনের দাম বেড়ে যাচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়ে। এমন খবরে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন কমলগঞ্জের বিভিন্ন হাট বাজাররের ভোগ্যপণ্যের দোকানগুলোতে।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে এমন গুজবে পাত্তা দিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ীরা কমলগঞ্জের ভানুগাছ বাজার, আদমপুর, মুন্সীবাজার, শমসেরনগর বাজারসহ বিভিন্ন হাট বাজারে লবন বেশী দামে বিক্রি শুরু করছে। এতে সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লবনের দাম বৃদ্ধি পাচ্ছে এমন খবরে সাধারণ মানুষ মুদি দোকানগুলোতে লবন ক্রয়ের জন্য ভীড় জমাচ্ছেন। কেউ কেউ বস্তা বস্তা লবন বেশীদামে ক্রয় করছে।

এ নিয়ে কয়েকজন ক্রেতাদের সাথে কথা হলে তারা জানায়, ‘শুনেছি লবনের দাম বেড়ে প্রতি কেজি ৫০ থেকে ১০০ টাকায় দাঁড়িয়েছে। এমন খবরে আমরা লবন কিনে রাখছি, যাতে দাম বাড়লে আর কিনতে না হয়।’

কয়েকজন সচেতন নাগরিকদের বলেন, ‘এটা নিশ্চিত গুজব হতে পারে। আমরা মনে করি বিভ্রান্তি সৃষ্টি করতে কেউ এমন করছে।’
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, এটা গুজব। এ গুজবে কান না দেওয়ার জন্য ভানুগাছ বাজার ব্যবসায়ী সমিতিকে জানানো হয়েছে। কেউ গুজব সৃষ্টি করলে তার বিরোদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, একটু আগে আমি জানতে পেরেছি বেশী দামে লবন বিক্রি হচ্ছে, লবনের দাম বৃদ্ধি এটা সম্পূর্ণ গুজব, লবন বাংলাদেশে চাষ করা হয়, তাই লবন দাম বাড়ার কোন কারণ নেই। এ ধরণের গুজব ছড়িয়ে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্ঠা করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আমরা বাজার মনিটরিং করে লবনের দাম স্বাভাবিক রাখবো, এই বিষয়ে প্রশাসন সজাগ আছে।' সম্পাদনা :  তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়