শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯, ০৫:৩৩ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৯, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে ৫৬ প্রকল্পের কাজ শুরু 

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি  : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০টি ইউনিয়নে চলতি অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচীর (ইজিপিপি) আওতায় ৫৬টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ প্রকল্পের উদ্ধোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী। প্রকল্পের মধ্যে রয়েছে ৩৬টি গ্রামীণ কাঁচা রাস্তা সংষ্কার, ৩টি পুকুর খনন, ১৭টি স্কুল, কলেজ, মাদ্রাসা মাঠ ও কবরস্থানে মাটি ভরাট। এসব প্রকল্পে বরাদ্দ ২ কোটি ৫৪ লাখ ৭০ হাজার ৯৫৪ টাকা। এর মধ্যে শ্রমিকের মুজুরি বাবদ ২ কোটি ৪০ লাখ ১৬ হাজার টাকা ব্যয় করা হচ্ছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) এর আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের প্রথম পর্যায়ের একাজে ৩ হাজার ২জন নারী-পুরুষ অংশ নিয়েছেন। ১৬ নভেম্বর ২০১৯ থেকে শুরু হওয়া এ প্রকল্পের কাজ শেষ হবে আগামী ২০২০ সালের ১২ জুন। এতে উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৫৬টি গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হবে বলে উপজেলা প্রশাসন দাবী করেছেন।

হতদরিদ্র ভারতী রানী (৫০), রফিক মিয়া (৫২) রঞ্জিৎ চন্দ্র রায় (৫৯) রিয়াজ উদ্দীন (৫৯) জানান, একাজ পেয়ে তারা সংসারের অভাব মোচনে এখন সহায়ক ভুমিকা রাখতে পারবেন বলে আশা করছেন। এতে তাদের সংসারের অভাব অনেকটাই দূর হবে।

উপজেলার ১০ ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য নিয়ে প্রতিদিন এ কাজের অগ্রগতি তদারকি করছেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: তাজুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী লতিফুর রহমান। এ কর্মসূচী শুরু হওয়ায় পার্বতীপুর উপজেলা জুড়ে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ।
এব্যাপারে পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো: তাজুল ইসলাম জানান, এ উন্নয়ন প্রকল্প তদারকির জন্য উপজেলা ১০ ইউনিয়নে ১০ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে। এর পরেও কোথাও কোন অনিয়ম-দূর্ণীতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়