শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯, ০৩:৪২ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৯, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানাযায় দোয়া পড়া নিয়ে উত্তেজনা, হামলা ও ভাংচুর

সোহেল রানা, মৌলভীবাজার : জানাজার নামাজ শেষে দোয়া পড়া নিয়ে হামলায়,ভাংচুর ও মামলা পাল্টা মামলার ঘটনায় গত দুই দিন ধরে কমলগঞ্জের নোয়াগাঁও গ্রামে দুই তরিকার মুসল্লীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, শনিবার নোয়াগাওঁ গ্রামের মঈনুদ্দিন মিয়ার স্ত্রীর স্বাভাবিক মৃত্যু হলে ওই দিনবাদ মাগরিব তাহার জানাজার নামাজের আয়োজন করা হয়। জানাজার নামাজে স্বজন ও স্থানীয় লোকজন ছাড়াও বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশ গ্রহণ করেন। জানাজার নামাজ শেষে দোয়া করার দাবি জানান নিহতের নিকট আত্বীয় ছুন্নি তরিকার আলা উদ্দিন। তার এ দাবির বিরোধীতা করেন আলাউদ্দিনের প্রতিবেশী ওহাবী তরিকার ইসলাম উদ্দিন দুরুদ। দোয়া করা না করা নিয়ে স্থানীয় নোয়াগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন দুরুদের সাথে আলাউদ্দিনের বাকবিতন্ডা চলাবস্থায় মৃতের লাশ কবরে নামানো হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত ৭টার দিকে গ্রামের মঙ্গল মিয়ার দোকানের সামনে সালাউদ্দিনের ছেলে নাসির উদ্দিনকে মারধর ও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এর জের ধরে ওই দিন রাত ৮টার দিকে ইসলাম উদ্দিন দুরুদ ও সাহানুর আলী লস্করের নেতৃত্বে কতিপয় লোক আলাউদ্দিনের বড় ছেলে গিয়াস উদ্দিনের বসত ঘরে হামলা করা হয়।

এ সময় হামলাকারীরা বতঘরের আসবাবপত্র ভাংচুর করে পরিবারের সদস্যদের মারধর করে নগদ লাখ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলা ও ভাংচুরের ঘটনায় গ্রামে উত্তেজনা দেখা দিলে কমলগঞ্জ থানার একদল পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আলাউদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন বলেন, জানাজার নামাজের ঘটনাটি শেষ হয়ে গেলেও ইসলাম উদ্দিন দুরুদ ও সাহানুর আলী লস্করের নেতৃত্বে রাতে ১৫ থেকে ২০ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ছোট ভাই শাহীনের পা অপারেশন জন্য বসতঘরে রাখা নগদ ২লাখ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় তার মা আমিরুন বিবি বাদী হয়ে ইসলাম উদ্দিন দুরুদকে প্রধান আসামী করে ১৩ জনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

এদিকে অভিযোগ অস্বীকার করে ইসলাম উদ্দিন দুরুদ বলেন, অভিযোগকারীদের বিরুদ্ধে গ্রামের রমজান আলীর ছেলে শহীদ আলী বাদী মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে ইসলাম উদ্দীন দুরুদকোনো মন্তব্য করতে রাজি হননি। সোমবার দুপুরে কমলগঞ্জ থানার পুলিশ দুটি অভিযোগের তদন্ত করেছে। সম্পাদনা: জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়