শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯, ০৩:১৪ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৯, ০৩:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমার্জিং কাপের সেমিতে বাংলাদেশ-আফগানিস্তান ও ভারত-পাকিস্তান মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক : এশিয়ান ইমার্জিং কাপের সেমিফাইনালের চারটি দল নিশ্চিত হয়েছে। শেষ চারের লড়া্ইয়ে আফগানিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। সেমিফাইনালের অন্য ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

গ্রুপ পর্বের শেষ রাউন্ডের খেলা হয় সোমবার। বিকেএসপিতে নেপালকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। তিন ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা। পাশের মাঠেই ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে হংকংকে ১২০ রানে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হয় ভারত। তিন ম্যাচে দুই জয় ও এক হারে তাদের পয়েন্ট ৪।

তিন ম্যাচে শতভাগ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। কক্সবাজারে এ দিন তারা ওমানকে হারায় ১৪৭ রানে। গ্রুপের অন্য ম্যাচে কক্সবাজারের একাডেমি মাঠে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে গ্রুপ রানার্স-আপ হয় আফগানিস্তান। তিন ম্যাচে দুই জয় ও এক হারে তাদের পয়েন্ট ৪।জয়হীন থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার প্রথম সেমিফাইনালের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।পরের দিন একই মাঠে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।
ফাইনালও মিরপুরে, শনিবার। তিনটি ম্যাচই শুরু সকাল সাড়ে ৮টায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়