শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯, ০২:১৯ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৯, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নকশা না মেনে বাড়ি করায় চিত্রনায়ক শাকিব খানের ১০ লাখ টাকা জরিমানা

সুজিৎ নন্দী : বাংলাদেশের চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। নকশা না মেনে রাজধানীর নিকেতনে বাড়ি করায় আজ সোমবার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এটি নিকেতনের ই বøকের, ৬ নম্বর রোডের ১ নম্বর বাড়ি।

সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। জরিমানা করেন, রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন। শাকিব খানের ভগ্নিপতি ও কেয়ারটেকার কাগজপত্র দেখাতে আসলে বাড়ির নকশা সংক্রান্ত অসংগতি ধরা পড়ে। রাজউকের জোন-৪ অথরাইজড অফিসার মোহাম্মদ হোসেন জানান, নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। অভিযানের সময় শাকিব খানের বাড়িটি নকশা না মেনে নির্মাণ করা হয়েছে বলে দেখা গেছে। এ কারণে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। রাজউকের তদন্তে দেখা যায়, ওই বাড়ির ছাদটি নকশা মেনে করা হয়নি। তিনি আরো বলেন, তাকে এক মাস সময় দেয়া হয়েছে। এর মধ্যে যদি ভাঙ্গা না হয় তাহলে আমরা পুনরায় গিয়ে ভেঙ্গে দেব।

অভিযানের পরপরই নায়ক সাকিব খান বলেন, বাড়ির বারান্দায় যে ক্যান্টিলিভার এক ফিট বেশি বের হয়ে আছে, তার জন্য ১০ লাখ টাকা জরিমানায় আমি অবাক হচ্ছি। আমার নকশায় যদি গুরুতর সমস্যা থাকে অন্তত আমাকে নোটিশ দিক। নিকেতনে আমার বাড়ি ছাড়া আর কোন বাড়িতে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে ? দরকারে সংশোধন করতাম। কিন্তু কোনও কথা নাই বার্তা নাই, এসেই বললেন, এটা বের হয়ে আছে, ১০ লাখ টাকা জরিমানা। না দিলে সবাই অ্যারেস্ট। তিনি আরো বলেন, কেউ কি বাসায় ১০ লাখ টাকা নিয়ে বসে থাকে, আর এটা কেমন জরিমানা।

শাকিব খান তার নিয়ম বহিভ’ত ভবনকে গুরুতর সমস্যা বলে রাজউকের উদ্ধতন কর্মকর্তারা উল্লেখ করেন। ইতোপূর্বে তাকে একাধিক বার নোটিশ ও দেয়া হয়েছে বলে জানান।

শাকিব খান থাকেন গুলশানে তার ‘জান্নাত’ নামের বাড়িতে। অন্যদিকে নিকেতনে তার অফিস রয়েছে। পাশাপাশি নতুন একটি বাড়ি নির্মাণ করছেন তিনি। সেই বাড়ির জন্যই জরিমানা করা হয়েছে তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়