শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০১৯, ০১:৩৯ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৯, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেঁয়াজের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, বললেন মেয়র খোকন

সুজিৎ নন্দী : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, আমরা যারা ব্যবসা করি তাদের কাছে শুধু পেঁয়াজ নয়, অন্যান্য পণ্যও রয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা যদি শুধু পেঁয়াজটা যেই দামে কিনি সেই দামেই বিক্রি করি তাহলে আল্লাহর কাছেও সওয়াব পাওয়া যাবে। আমরা অন্তত আগামী দুই সপ্তাহ এটা করি। যেভাবেই হোক পেঁয়াজের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

সোমবার নগর ভবনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র সাঈদ খোকন এসব কথা বলেন। তিনি বলেন, আপনার দোকানে পেঁয়াজ ছাড়াও আরও অনেক পণ্য আছে। আপনি সেগুলো থেকে লাভ করুন। কিন্তু পেঁয়াজ থেকে আগামী দুই সপ্তাহ মুনাফা করা থেকে বিরত থাকুন। আর কেউ না জানুক, আপনি তো জানলেন আপনি কতটা ভালো কাজ করেছেন। সবাই যদি এভাবে যার যার দায়িত্ব পালন করেন তাহলে পেঁয়াজের দাম নাগালের মধ্যে চলে আসবে। আমি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে আপনাদের আছে অনুরোধ করছি আগামী দুই সপ্তাহ আপনারা এটা করুন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মার্কেট ব্যবসায়ী ফেডারেশনের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক, ঢাকা ট্রে সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবির মোল্লাসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় ট্রেড লাইসেন্সে উৎসে কর কমানোর দাবি জানান ব্যবসায়ীরা।

এ সময় ব্যবসায়ী সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক নাজমুল হুদা বলেন, দোকানের খাজনা এবং ট্রেড লাইসেন্স ফি স্বাভাবিকের চেয়ে বেশি ধরা হয়েছে। আমরা চাই আমাদের সমস্যাগুলো সম্পর্কে আপনি জানুন। আশা করি এগুলো আপনি সমাধান করবেন। মেয়র সাঈদ খোকন ব্যবসায়ীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে বলেন, ট্রেড লাইসেন্সের সঙ্গে উৎসে কর আরোপ বেশি হয়ে গেছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দফতরে কথা বলবেন তিনি। এসময় তিনি শুষ্ক মৌসুমে দোকানের অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কিনা তা নিশ্চিত করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়