শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৯, ১১:৪০ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বিপুল পরিমান জাল স্ট্যাম্প ও তা তৈরির উপকরণসহ চক্রের চার সদস্য আটক

সুজন কৈরী : রাজধানীর পল্টনের ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল স্ট্যাম্প ও তা তৈরির উপকরণসহ, তৈরি এবং বিক্রয়কারী চক্রের ৪ জনকে আটক করেছে র‌্যাব-৩। আটককৃতরা হলেন- মো. আবু ইউসুফ (৩৫), মো. মতিয়ার রহমান (৫২), মো. আলমগীর (১৯) ও মো. মিজানুর রহমান (৩৮)। রোববার দিবাগত রাতে ফকিরাপুল ডি আই টি এক্সটেনশন রোডের ১৩১ নম্বরস্থ রিফাতুল ম্যানশনের ছয় তলার ওয়াল্ড ভিশন প্রোডাকশন নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৩ জানিয়েছে, ব্যাটালিয়নটি জানতে পারে, ফকিরাপুল এলাকায় অনুমোদন ছাড়া কতিপয় অসাধু লোক সরকারি স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে সরকারের লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে জনসাধারণের কাছ থেকে দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় চার জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় পাঁচ লাখ এক হাজার টাকা সমমূল্যের ৪৮ হাজার ২৫০ টি জাল স্ট্যাম্প, নগদ ২৫ হাজার ৩০০ টাকা, ৮টি মোবাইল সেট, সিপিইউ, মনিটর, প্রিন্টার, হার্ডডিস্ক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা পরস্পরের যোগসাজসে সরকারী স্ট্যাম্প জাল প্রস্তুত এবং বিক্রির মাধ্যমে দীর্ঘদিন ধরে জনগনকে হয়রানি ও প্রতারনা করে এবং বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়