শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৯, ০৬:১৭ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেনমার্কে বালির তৈরি রোবট ভাস্কর্য প্রদর্শন

মরিয়ম আদরী: স¤প্রতি ডেনমার্কে অনুষ্ঠিত হয়ে গেলো একটি ব্যতিক্রমধর্মী ভাস্কর্যের প্রদর্শনী। যেখানে বিশ্বের নামকরা সব ভাস্কররা নানা ধরনের ভাস্কর্য প্রদর্শন করেন। কিন্তু বালির তৈরি রোবট ভাস্কর্যের প্রদর্শনীর বিষয়টি সত্যিই বিস্ময়কর! রয়টার্স

বিশ্বের বিভিন্ন দেশের ৪০ জন ভাস্কর মিলে এই ভাস্কর্য তৈরি করেছেন। ২০০ মিটার দীর্ঘ ও ৭ মিটার প্রস্থের এ ভাস্কর্য তৈরি করতে তাদের সময় লেগেছে মাত্র ১০ দিন।
এসব ভাস্কর্যের প্রদর্শনীতে দেখা যায় কোথাও মানুষ নিয়ন্ত্রণ করছে রোবট, কোথাও মায়ের কোল বসে আছে শিশু, দেখা মিলছে পাখির ভ্রূণ, কোথাওবা ভ্রমরের ফুলের মধু খাওয়ার দৃশ্য। বালিতে মাথা তুলে দাঁড়ানো এক একটি ভাস্কর্য যেনো জীবন্ত হয়ে উঠেছে আধুনিক কৌশল আর নিখুঁত কারুকাজে। দেয়ালেও ফুটিয়ে তোলা হয়েছে অসাধারণ সব দৃশ্য।

দেশটির বার্ষিক সোন্ডারভিগ বালির ভাস্কর্য প্রদর্শনীতে এবারের থিম নির্ধারণ করা হয়েছিলো রোবট। বালির তৈরি দেয়ালজুড়ে নির্ধারিত এ থিমের আদলে তৈরি এসব ভাস্কর্য দেখে অভিভূত দর্শনার্থীরা।প্রতিবছর এই থিম পরিবর্তন করা হয়।

ফিনল্যান্ডের ভাস্কর তারজা মাতিকাইনেন জানান, ‘সারাবিশ্বে বালির তৈরি সুন্দর সব ভাস্কর্য প্রদর্শনীর মধ্যে সোন্ডারভিগ অন্যতম।স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ করে দেয়ায় আমরা আমাদের চিন্তা-চেতনাকে এখানে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। ’

এই প্রদর্শনী চলবে গ্রীষ্মকাল পর্যন্ত। এই প্রদর্শনীতে প্রায় ১ লাখ ২০ হাজার দর্শনাথী ভিড় জমায়েছিল যাদির মধ্যে বেশির ভাগই ছিল জার্মানি এবং নরওয়ের দর্শনার্থী। সম্পাদনা: রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়