শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৯, ০৬:১৬ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মূল উইকেটে বাংলাদেশকে অনুশীলন করতে দেয়নি স্টেডিয়াম কর্তৃপক্ষ, ক্ষুব্ধ ভেট্টোরি

শিউলী আক্তার : ইন্দোরে তিন দিনেই শেষ হয়ে গেছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ইডেন গার্ডেন্সে। ওই ম্যাচে প্রথমবারের মতো গোলাপি বলে খেলতে নামবে দুই দল। তবে এখনো ইন্দোর ছাড়েনি দুই দল। মঙ্গলবার কলকাতার উদ্দেশ্যে পাড়ি জমাবে তারা। তার আগে ইন্দোর হলকার স্টেডিয়ামে গোলাপি বলের অনুশীলন করেছে দুই দল। কিন্তু এই অনুশীলনে অদ্ভুত আচরণ করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। তাদের এমন আচরণে ক্ষুব্ধ হয়েছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি।

গতকাল রোববার ভারত ও বাংলাদেশ দুই দলই হলকার স্টেডিয়ামে অনুশীলন করে। এ সময় ভারতীয় ক্রিকেটাররা সেন্টার উইকেটে অনুশীলন করেন। বাংলাদেশ দলও নিজেদের প্র্যাকটিস সেশনে সেন্টার উইকেটে অনুশীলন করতে চায়।

কিন্তু বাঁধ সাধে স্টেডিয়াম কর্তৃপক্ষ। ইন্দোরের মত ইডেনেও সবুজ পিচ থাকবে। হলকারের পিচে অনুশীলন করলে তাই প্রস্তুতি ভালো হতো বাংলাদেশের। কিন্তু যে পিচে ইন্দোর টেস্টে খেলা হয়েছে, সেই পিচে ভারতীয় দল অনুশীলন করলেও বাংলাদেশকে দেয়া হয়নি সেই পিচ।

ম্যাচের পিচ না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন ভেট্টোরি। স্টেডিয়াম কর্তৃপক্ষের যে কর্তা ম্যাচের পিচ দিতে অস্বীকৃতি জানান, তাকে আইসিসির সমান সুযোগ-সুবিধা দেয়ার নিয়মের কথাও নাকি মনে করিয়ে দিয়েছিলেন ভেট্টোরি।

তবে ঐ কর্মকর্তা সাফাইতে বলেছেন, এই মাঠে ম্যাচ শেষ হয়ে গেছে, তাই এখানে আইসিসিরও কিছু করার নেই। তাদের সিদ্ধান্তই মেনে নিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়