শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৯, ০৩:১৭ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পঞ্চম রাউন্ডে মাশরাফিকে দলে নেয়ার কারণ জানালেন ঢাকার কোচ সালাউদ্দিন

শিউলী আক্তার : আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তার আগে গতকাল হয়েছে ক্রিকেটার কেনা-বেচা। এই প্লেয়ার্স ড্রাফটে পঞ্চম রাউন্ডে গিয়ে বিক্রি হয়েছে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ঢাকা প্লাটুন তাকে দলে ভিড়িয়েছেন। তবে এতো পরে কেনো তাকে কিনলো ঢাকা তার ব্যাখ্যা দিলেন কোচ সালাউদ্দিন।

তিনি বলেন, ‘শুরুতে আসলে ডাকার সুযোগ ছিলো না। আমরা এ প্লাস ক্যাটাগরির একজনকেই ডাকতে পারবো। আমরা তখনই ডাকতে পারিনি। তামিমকে নিয়েছি তখন। এ কারণে মাশরাফিকে ডাকার সুযোগ ছিলো না।’

মাশরাফি ছাড়াও ঢাকার হয়ে খেলবেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি, পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ।

দেশীয়দের মধ্যে এই দলে আছেন তামিম ইকবাল, এনামুল হক বিজয় হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান ও জাকির আলীদের মতো ক্রিকেটাররা। দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সালাউদ্দিন।

তিনি বলেন, ‘খুব বেশি সুযোগ যে ছিলো তা না। এবারের ড্রাফটে ভাগ্য আমাদের সাথে ছিলো। যাদের চেয়েছি, তাদের পেয়েছি। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের অপশন নেই খুব বেশি। এবারের দল ভালো হয়েছে। এই দলের অভিজ্ঞতা একটু বেশি।’

তিনি আরো বলেন, ‘এটা যদি কাজে লাগাতে পারি তাহলে ভালো হবে। আসর যে সময় শুরু তখন কঠিন খেলা হবে। আমরা যতোই বলি রানের খেলা এখানে রানের খেলা হবে না। আমার মনে হয় ক্রিকেটারদের অনেক বেশি চ্যালেঞ্জ নিতে হবে।’

ঢাকা প্লাটুন : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, মাশরাফি বিন মর্তুজা, রকিবুল হাসান ও জাকির আলী।
বিদেশি : থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লরি ইভান্স (ইংল্যান্ড), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), আসিফ আলী (পাকিস্তান), লুইস রিস (ইংল্যান্ড) ও শহীদ আফ্রিদি (পাকিস্তান)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়