শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:৩১ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডে-নাইট টেস্ট ঘিরে গোলাপি আলোয় সেজেছে ইডেন

ইয়াসিন আরাফাত : আগামী ২২ শে নভেম্বর ভারতের মাটিতে প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই এই ম্যাচকে ঘিরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। প্রথম দিবারাত্রির টেস্টকে স্মরণীয় করে রাখতে খেলার দিনক্ষণ ঘোষণার পর থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিলো ইডেনে৷ ইতিমধ্যেই সব প্রস্তুতি প্রায় শেষ৷

খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। মঙ্গলবার ভারত, বাংলাদেশ দুইদলই পা রাখবে কোলকাতায়৷ তার আগে সকল কর্মকান্ডের শেষ পর্যায়ের কাজ চলছে সর্বত্র।

ইতোমধ্যে কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে মুলপর্বের৷ বিশালাকার গোলাপি বেলুন উড়েছে ইডেন জুড়ে। সারা কোলকাতা শহরের বিভিন্ন প্রান্ত সেজেছে গোলাপি আলোয় । শহরের বিভিন্ন বড় বড় বিল্ডিংগুলোকে সাজানো হয়েছে গোলাপি রঙে৷ বিলবোর্ডে বিলবোর্ডে চলছে ব্র্যান্ডিং৷ বেশ কিছু বাসের গায়েও দেখা যাচ্ছে ঐতিহাসিক এই দিবারাত্রি টেস্টের বিভিন্ন বিজ্ঞাপন। এছারা ২০ নভেম্বর থেকে টাটা স্টিল বিল্ডিংয়ে থ্রিডি ম্যাপিং চলবে ম্যাচের শেষ পর্যন্ত৷

এর আগে আজ রোববার আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করেছে এই ঐতিহাসিক টেস্ট ম্যাচের ম্যাসকটের৷ ইডেনে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির হাত ধরে আত্মপ্রকাশ ঘটে ভারত বনাম বাংলাদেশের মধ্যে হতে যাওয়া প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচের ম্যাসকট পিঙ্কু টিঙ্কু’র৷

এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ক্লাবহাউসের লনে দুই ম্যাসকটকে পাশে নিয়ে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সৌরভ৷ ম্যাচের শুরুর দিন থেকেই ইডেনের গ্যালারিতে দেখা যাবে পিঙ্কু টিঙ্কুকে৷ বিশালাকার দুই ম্যাসকট বিশেষ করে শিশুদের মধ্যে উদ্দীপনা তৈরি করবে বলেই বিশ্বাস আয়োজকদের। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়