শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৯, ০৭:২৮ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি জরিপের সক্ষমতা বাড়াতে ১২শ’ কোটি টাকার প্রকল্প শুরু হচ্ছে, বলেছেন ভূমিমন্ত্রী

দীপক চৌধুরী : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে ইতোমধ্যে বাংলাদেশ স্বনির্ভর দেশে পরিণত হয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে বলে দৃঢ় আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, আমরা মুজিববর্ষে জাতিকে ভূমি ব্যবস্থাপনায় একটি সুখবর দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি।

সাইফুজ্জামান চৌধুরী রোববার ঢাকার সাভারের অফিসার্স ট্রেনিং ইনস্টিটিউট (ওটিআই) মসজিদ সংলগ্ন মাঠে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে ক্যাডার এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১১৯তম সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ৪৪ কর্মকর্তা নিয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস)’র উদ্যোগে আয়োজিত কোর্সটি চলতি বছরের ২৯ ডিসেম্বর শেষ হবে।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, আমরা প্রায় ১২ শ’ ৩১ কোটি টাকা ব্যয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল জরিপের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক একটি প্রকল্পের কাজ দ্রুত শুরু করব। আশাকরি এতে বাংলাদেশের জনগণ উপকৃত হবেন। তিনি বলেন, আমরা ভূমি ব্যবস্থাপনায় একটি টেকসই সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করছি। এছাড়া, কিছুদিনের মধ্যেই ভূমি উন্নয়ন কর আদায় ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটালাইজড হয়ে যাবে।
ভূমিমন্ত্রী বলেন, কোরিয়া সরকারের ‘ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড’ ইডিসিএফ তহবিলের ‘ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের বাস্তবায়নের কাজ চলমান আছে।

মন্ত্রী আরো বলেন, শুরুতে এ প্রকল্পের আওতায় ডিজিটাল জরিপের মাধ্যমে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রবর্তনের লক্ষ্যে রাজশাহী, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং কুষ্টিয়া সদর ও ধামরাই উপজেলায় এ প্রকল্পের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, অসম্ভব গুরুত্বপূর্ণ এ কোর্সটি সফলভাবে সম্পন্ন করলে, এ থেকে লব্ধ জ্ঞান দ্বারা আপনারা আরও ভালোভাবে দেশের মানুষকে সেবা প্রদান পারবেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর মহাপরিচালক মো. তসলীমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, ডিএলআরএস এর পরিচালক মো. শাহজাহান ও মো. আনিছুজ্জামানসহ সাভারের স্থানীয় প্রশাসন, ভূমি প্রশাসন ও পার্শ্ববর্তী ওটিআই ও ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট এর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।#

  • সর্বশেষ
  • জনপ্রিয়