শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৯, ০৫:০৮ সকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানের পক্ষে সোনার বাংলা প্রজন্মের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সোনার বাংলা প্রজন্মের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘স্মৃতি চিরন্তন’-এর পাদদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও দুর্নীতিমুক্ত সুখী, সমৃদ্ধ ও উন্নত, মানবিক, কল্যাণরাষ্ট্র গড়ার লক্ষ্যে শুদ্ধি অভিযান পরিচালনায় তাঁর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন মানববন্ধনের আয়োজকদের পক্ষে মুখপাত্র আমেনা কোহিনূর, অন্যতম উদ্যোক্তা কবি অসীম সাহা, ইঞ্জিনিয়ার শহীদ শেখ, ইমরান আলী (অ্যাক্টিভিস্ট)।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. কবি মুহাম্মদ সামাদ। প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য ড. সামাদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করে বাংলাদেশকে একটি উন্নত, সুখী, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার কাজে নিয়োজিত। কিন্তু দুর্নীতি, অনৈতিকতা ও দুর্বৃত্তায়নের কারণে অমানবিকতা ও নিষ্ঠুরতা সমাজ ও রাষ্ট্রের সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে জননেত্রী যে শুদ্ধি অভিযানে নেমেছেন, আমরা মনে করি, তিনি তাতে একা নন, আমরাও তাঁর সাথে আছি। একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শুদ্ধি অভিযানের মাধ্যমে সোনার বাংলা গড়ার যে উদ্যোগ গ্রহণ করেছেন, সোনার বাংলা প্রজন্ম সেই কাজে সম্মিলিতভাবে তাঁর পাশে থাকবে। সোনার বাংলা প্রজন্মের মুখপাত্র আমেনা কোহিনূর সোনার বাংলা প্রজন্মের ঘোষণাপত্র পাঠ করেন এবং বলেন, সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও দুর্নীতিমুক্ত মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনে চলমান শুদ্ধি অভিযানে অতন্দ্র প্রহরীর মতো সোনার বাংলা প্রজন্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবে এবং তিনি জনগণকেও শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানান। এতে আয়োজকদের পক্ষে আরও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শহীদ শেখ ও ইমরান আলী।টিএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়