শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৯, ০১:৩০ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালের চাপিয়ে দেয়া রানের বোঝা টানছে ঢাকা মেট্রো

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রিকেট লিগের ২১তম আসরের শেষ রাউন্ড চলমান। বরিশাল স্টেডিয়ামে প্রথমদিন বড় সংগ্রহের দিকে যাচ্ছিলো বরিশাল বিভাগ। দ্বিতীয়দিন শেষে সেটাই সত্যি হলো। ৪১৪ রানে প্রথম ইনিংস শেষ করে বরিশাল। জবাবে প্রথম ইনিংসে ২ উইকেটে ২২৫ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ঢাকা মেট্রো। দিন শেষে স্বাগতিক বরিশাল এগিয়ে আছে ১৮৯ রানে।

রোববার দিনের শুরুতেই অবশ্য আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান সালমানকে (৭২) হারায় স্বাগতিকরা। তবে টেল-এন্ডারদের সঙ্গে ছোট ছোট জুটি গড়ে এগোতে থাকেন মঈন। নিজে ফিফটি করার পাশাপাশি দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান তিনি। শেষ পযর্ন্ত দলীয় ৪০২ রানে আরাফাত সানির হাতে ব্যক্তিগত ৭৫ রানে আউট হোন মঈন। । শেষ উইকেট হিসেবে তাসকিন আহমেদের বলে সাজঘরে ফেরেন মনির হোসেন (২৫)। ঢাকা মেট্রোর হয়ে তাসকিন ৪টি ও আসিফ হাসান ৩টি উইকেট নেন।

প্রথম ইনিংস শুরু করে জবাবটাও ভালভাবে দিচ্ছে ঢাকা মেট্রো। সেঞ্চুরির স্বপ্ন দেখছেন শামসুর রহমান ও অধিনায়ক মার্শাল আইয়ুব। দুজনের ১৫৭ রানের জুটিতে ২ উইকেটে ২২৫ রান করেছে ঢাকা মেট্রো।

শুরুতে দুই ওপেনার আজমির আহমেদ (১৬) ও রাকিন আহমেদকে (২৩) হারালেও দলকে বিপর্যয়ে পড়তে দেয়নি শামসুর-মার্শালের ব্যাট। আগামীকাল তৃতীয় দিন শুরু করবেন এ দুজন। শামসুর ২০১ বলে খেলে অপরাজিত আছেন ৯০ রানে। ১৩৩ বলে ৮৫ রান করেছেন মার্শাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়