শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:৫৮ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিকিৎসার জন্য কাল লন্ডনে যাচ্ছেন নওয়াজ

সাইফুর রহমান : মঙ্গলবার পাকিস্তান মুসলিম লীগের (নওয়াজ) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। দলটির মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব জানান, মঙ্গলবার সকালে নওয়াজের জন্য একটি এয়ার এম্বুলেন্স আনা হচ্ছে। এর আগে পাকিস্তান সরকার দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে শর্তসাপেক্ষে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিল কিন্তু লাহোর হাইকোর্ট এসব শর্ত বাতিল করে দেয়। এদিকে আদালতের সিদ্ধান্তের পর ক্ষমতাসীন ইমরানের সরকারও কোনো শর্ত ছাড়াই বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার তালিকা থেকে নওয়াজের নাম প্রত্যাহার করে নেয়। কিছুদিন আগে ক্ষমতাসীন তেহরিক ই ইনসাফ সরকার নওয়াজকে ৭শ ৫০ কোটি রুপির ইনডেমনিটি বন্ড দেয়ার শর্তে ৪ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিল। ইয়ন, দি ডন

মুখপাত্র আরো জানান, চিকিৎসকরা নওয়াজের স্বাস্থ্য পরীক্ষা করে ভ্রমনের জন্য উপযোগী করে তুলতে প্রয়োজনীয় ওষুধপত্র দিয়েছেন। তার রক্তে প্লাটিলেটের মাত্রা ঠিক রাখার জন্য উচ্চমাত্রায় স্টেরয়েড দেয়া হচ্ছে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের জন্যও প্রয়োজনীয় ওষুধ দেয়া হচ্ছে। এর কয়েক ঘন্টা আগে নওয়াজে চিকিৎসক আদনান খান এক টুইটে জানান, ‘আগামি ৪৮ ঘন্টার মধ্যেই নওয়াজ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন, তার শারিরীক অবস্থাও অনেকটা স্থিতিশীল এবং বিমান ভ্রমণের জন্য উপযোগী।

এদিকে শনিবার নওয়াজের ভাই শাহবাজ শরীফ জানান, নওয়াজের সুস্থ্য হওয়া সাপেক্ষে ৪ সপ্তাহের মধ্যেই তাকে নিয়ে পাকিস্তানে ফিরবেন এমন মুচলেকা দিয়ে তিনিও সঙ্গে যাচ্ছেন। পাসপোর্ট জটিলতায় মরিয়ম বাবার সঙ্গে যেতে পারছেন না। উল্লেখ্য, দুর্নীতির মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত নওয়াজ ডেঙ্গু আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। তার শারিরীক অবস্থার অবনতি হতে থাকলে আদালত তাকে চিকিৎসার জন্য জামিন দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়