শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে হিযবুত তাহরীরের ৫ সদস্য আটক

সুজন কৈরী : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হিজবুত তাহরীরের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব-৩। আটককৃতরা হলো- কাজী ইবাদুর রহমান ওরফে তানভীর (৩৬), মো. নাসিদ কামাল সজিব (২৭), মো. জামিউর রহমান খান ওরফে আকাশ (২২), ইয়ামিন হোসাইন (১৮) ও জসিম উদ্দিন ওরফে সাঈদ (২৯)।

র‌্যাব-৩ জানায়, শনিবার রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে। আটকের পর তাদের কাছ থেকে খিলাফত রাষ্ট্রের খসড়া সংবিধান বই, বাংলা ও ইংরেজীতে লেখা ‘হিযবুত তাহ্রীর’ প্রেস রিলিজ, ছোট-বড় লিফলেট এবং মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। প্রতিটি ছোট লিফলেটে ‘আসন্ন খিলাফতে রাশিদাহ্ এই বিশ্বাসঘাতক শাসকগোষ্টীর বিচার করবে এবং অচিরে ভারতকে পদানত করবে’ এবং বড় লিফলেট এর গায়ে ‘হে মুসলিমগণ ভারতের হিন্দুত্ববাদের মুখে নতজানু বিশ্বাসঘাতক শাসকগোষ্ঠীকে অপসারণ করে খিলাফতে রাশিদাহ্ পুনঃপ্রতিষ্ঠা করুন, এটাই বাবরি মসজিদের সম্মান পুনরুদ্ধারের একমাত্র নিশ্চিত পথ’ ও ‘খিলাফতে রাশিদাহ্ পুনঃপ্রতিষ্ঠার কর্মীদের বিরুদ্ধে সাজানো মামলা রায় প্রদান করছে শেখ হাসিনা’ ইত্যাদি নানাবিধ রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তথা রাষ্ট্রের বিরুদ্ধে উসকানীমূলক বক্তব্য লেখা রয়েছে। এগুলো প্রচারনার মাধ্যমে তারা রাষ্ট্রে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে আসছিল।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা গোপন বৈঠকের মাধ্যমে তাদের সন্ত্রাসী কর্মকান্ডের তথ্য আদান প্রদান করে থাকে। নিষিদ্ধ বিষয়ে জানার পরও তারা এই জঙ্গি সংগঠনের সদস্যপদ লাভ করে এবং সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য এমন প্রচার প্রচারণা চালিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি ভঙ্গুর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকান্ডে লিপ্ত ছিল। তাদের পলাতক সহযোগীদের সহায়তায় নিষিদ্ধ সত্ত্বকে সমর্থন দিয়ে সদস্যপদ লাভ করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকান্ডে নিয়োজিত থেকে সংগঠনকে শক্তিশালী করে বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করাসহ দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব ধংস করার চক্রান্তে/ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়