শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:৩০ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলাপি বলে কেনো দিবারাত্রির টেস্ট ম্যাচ

এল আর বাদল : দিবারাত্রির টেস্টে কেন খেলা হয় গোলাপি বলে? লাল বা সাদা বলেও তো খেলা হতে পারে। কিন্তু গোলাপি বলেই কেন হয়। টেস্ট ক্রিকেট খেলা হয় লাল বলে। একদিনের ম্যাচ হয় সাদা বলে। কিন্তু দিবারাত্রির টেস্ট হলে অন্য ব্যাপার। এক্ষেত্রে গোলাপি বল বেছে নেওয়া ক্ষেত্রে কারণ রয়েছে।

আসলে দিনের আলোয় লাল আলোর দৃশ্যমানতা সব থেকে ভালো। আবার সন্ধ্যা বা রাতের দিকে সাদা বল ভাল দেখা যায়। তবে দিন-রাতের টেস্টে ক্রিকেটাররা সাদা পোশাক পরে নামবেন। সেক্ষেত্রে একই রঙের বল ব্যবহারে সমস্যা রয়েছে। তাই লাল ও সাদার মধ্যবর্তী রঙ হিসাবে গোলাপি বল বেছে নেওয়া হয়েছে।

সমীক্ষার মাধ্যমে দেখা গিয়েছে, দিন-রাতের টেস্টের ক্ষেত্রে গোলাপি বলের দৃশ্যমানতা ভালো। টেস্ট ম্যাচে একটি বলে খেলা হতে পারে ৮০ ওভার পর্যন্ত। তারপর বোলিং পক্ষের অধিনায়ক নতুন বল চেয়ে নিতে পারেন। তাই একদিনের ক্রিকেটের তুলনায় টেস্ট ক্রিকেটে বলের দৃশ্যমানতা বেশিক্ষণ বজায় রাখার ব্যাপারে নজর দেওয়া হয়। সাদা বল তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তাই সাদা বলে ৮০ ওভার পর্যন্ত খেলা চালালে দৃশ্যমানতায় সমস্যা হতে পারে। সে জন্য আইসিসি দিন-রাতের টেস্টের জন্য গোলাপি বল বেছে নিয়েছে।

অস্ট্রেলিয়ার মাটিতে ২০১৫ সালে প্রথমবার গোলাপি বলে দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হয়েছিলো। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলেছিলো। এখন পর্যন্ত মোট ১১টি দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ইতিমধ্যে দিন-রাতের টেস্ট খেলে ফেলেছে। বাংলাদেশ এবং ভারত অবশ্য এখনো গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলেনি। আগামী ২২ নভেম্বর ইডেনে প্রথমবার গোলাপি বলে টেস্ট খেলবে বাংলাদেশ-ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়