শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:২৮ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০১৯, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আযোধ্যা রায়ের রিভিউ আবেদন করবে ভারতের মুসলিম পার্সোনাল ল বোর্ড

আসিফুজ্জামান পৃথিল : আগামী একমাসের মধ্যেই আবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে তারা। চলতি মাসে অযোধ্যা মামলার রায়ে বিতর্কিত ২.৭৭ একর জমিতে রামমন্দির নির্মাণের নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। মসজিদ জন্য তৈরির সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র ৫ একর জমির ব্যবস্থা করে দিতে বলা হয় সরকারকে। দ্য হিন্দু।

শীর্ষ আদালতের রায়ের বিরুদ্ধে নতুন করে আবেদন করবে না বলে আগেই জানিয়ে দিয়েছিলো সুন্নি ওয়াকফ বোর্ড। কিন্তু জমিয়াতে উলেমা-ই হিন্দ-সহ একাধিক মামলাকারী শুরু থেকেই এই রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিলো। তাই মামলা পুনর্বিবেচনা করে দেখা যায় কি না, তা নিয়ে আলোচনা করতে রোববার মামলাকারীদের নিয়ে বিশেষ বৈঠক ডাকে মুসলিম পার্সোনাল ল বোর্ড। সেখানেই এই পুনর্বিবেচনার আবেদন জানানো হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকের পর সংগঠনের পক্ষে বলা হয়েছে, ‘মসজিদের বিনিময়ে কোনও জমি গ্রহণ করব না আমরা। মামলাকারীদের মধ্যে অধিকাংশই পুনর্বিবেচনার আবেদন জানাতে চান।’ তবে মামলা পুনর্বিবেচনার আবেদন না জানালেও, মসজিদের বিনিময়ে ৫ একর জমি আদৌ গ্রহণ করা হবে কি না, সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেনি সুন্নি ওয়াকফ বোর্ড। কারণ, শরিয়া আইনে মসজিদের বিনিময়ে অর্থ অথবা জমি, কিছুই গ্রহণ করা যায় না। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়