শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯, ১১:১৯ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৯, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেদারল্যান্ডস-জার্মানি ও ক্রোয়েশিয়া ইউরোর মূল পর্বে

স্পোর্টস ডেস্ক : বেলফাস্টে শনিবার টানা দ্বিতীয়বার ইউরোর যোগ্যতা অর্জন আঁধারে রয়ে যেতে পারতো ডাচদের জন্য। যদি না প্রথমার্ধে নর্দার্ন আয়ারল্যান্ড স্ট্রাইকার স্টিভেন ডেভিস পেনাল্টি মিস করতেন। শেষমেশ ডেভিসের পেনাল্টি মিসের কারণে নর্দার্ন আয়ারল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য শেষ করেও ২০২০ ইউরোর মূল পর্বের টিকিট নিশ্চিত করল ১৯৮৮ চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।

২০১৬ ইউরো এবং তারপর ২০১৮ বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর রোনান্ড কোম্যান এবং তার ইয়ং ব্রিগেডের কাছে ২০২০ ইউরো মূল পর্ব ছিল একটা বড়সড় চ্যালেঞ্জ। স্বাভাবিকভাবেই ভ্যান ডিক, উইনালডমদের মত ফুটবলারদের নিয়ে গঠিত তরুণ ব্রিগেডকে মূল পর্বে তুলতে পেরে উচ্ছ¡সিত কোম্যান।
আক্রমণ প্রতি-আক্রমণে উপভোগ্য হয়ে ওঠে এদিনের গুরুত্বপূর্ণ ম্যাচ। যদিও পজেশন নিজেদের দখলে রেখে সারা ম্যাচে প্রতিপক্ষকে একটিও গোলে শট নিতে দেননি ডাচ ডিফেন্ডাররা। আয়ারল্যান্ডের জোশ ম্যাগেনিস এদিন প্রথম ইতিবাচক গোলের সুযোগ পেলেও তার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। উলটোদিকে বক্সের মধ্যে নেদারল্যান্ডের স্টিভেন বারঘুইসের একটি লুপ শট গোলরক্ষকের নাগাল এড়িয়ে ক্রসবারে প্রতিহত হয়।

৩০ মিনিটে বিতর্কিত পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয় নর্দার্ন আয়ারল্যান্ড। স্টিভেন ডেভিসের স্পটকিক কয়েক যোজন বার উঁচিয়ে চলে যায় মাঠের বাইরে। দ্বিতীয়ার্ধেও দু’দল বিক্ষিপ্ত কিছু সুযোগ তৈরি করলেও ডেডলক খুলতে পারেনি কোনও দলই। ফলে গোলশূন্য ড্র করেও গ্রæপ-‘সি’ থেকে ইউরোর মূলপর্ব নিশ্চিত করে ডাচরা।

অন্যদিকে ড্র করে সরাসরি ইউরোর মূল পর্বের সুযোগ হাতছাড়া হলেও প্লে-অফ থেকে যোগ্যতা অর্জনের আশা এখনও রয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডের জন্য।

গ্রæপ-‘সি’র অন্য ম্যাচে বেলারুশকে ৪-০ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে ইউরোর যোগ্যতা অর্জন করল জার্মানি। জার্মানির হয়ে জোড়া গোল টনি ক্রুসের। বাকি গোলদু’টি করেন ম্যাথিয়াস গিন্টার, লিওন গোরেৎজকা।

গ্রæপ-‘ই’র ম্যাচে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ইউরোর টিকিট নিশ্চিত করল বিশ্বকাপের রানার্স ক্রোয়েশিয়াও। ¯েøাভাকিয়ার বিরুদ্ধে ৩২ মিনিটে এদিন পিছিয়ে পড়ে ক্রোয়াটরা। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল করে ক্রোয়েশিয়ার তিন পয়েন্ট নিশ্চিত করেন নিকোলা ভলাসিচ, ব্রæনো পেৎকোভিচ, এবং ইভান পেরিসিচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়