শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯, ১১:৩২ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৯, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির বারে প্লাস্টিকের বদলে পাস্তা স্ট্র ব্যবহার শুরু

রাশিদ রিয়াজ : ইতালির আসল পাস্তার স্বাদ যদি কেউ না পেয়ে থাকেন তাহলে তারা পাস্তা স্ট্র ব্যবহার করে পানীয় পানের সুযোগ নিতে পারেন। পরিবেশবান্ধব এবং প্লাস্টিকের বিকল্প স্ট্র হিসেবে এতে সবধরনের পাস্তার স্বাদ থাকছে। ইতালির বেশ কিছু বারে ইতিমধ্যে এসব পাস্তা স্ট্র ব্যবহার শুরু হয়েছে। এমনকি তা একবারের জন্যে প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবেও বাজারে ছাড়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবরটি প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে ৭৭ হাজার ব্যক্তি এ উদ্যোগকে জোর সমর্থন জানান।

একই সঙ্গে ব্রিটেনের বেশকিছু ফুড কোম্পানি এধরনের পাস্তা স্ট্র চালুর কথা ভাবছে। ঠাণ্ডা পানীয় পান করার পর এ পাস্তা স্ট্র’র আয়ু ঘন্টা খানেক থাকে। এবং পুনরায় তা ব্যবহার করা যায়। ব্রিটিশ ফুড কোম্পানি স্ট্রুডলেসের প্রতিষ্ঠাতা ম্যাক্সিম জেলম্যান বলছেন, পাস্তা স্ট্র নিঃসন্দেহে সারা বিশ্বের আমূল পরিবর্তন আনবে। বিশেষ করে যারা পরিবেশ ও প্লাস্টিক নিয়ে উদ্বিগ্ন বা সচেতন তারা এটি ব্যবহারে ব্যাপকভাবেই এগিয়ে আসবেন বলে তার ধারণা।

ম্যাক্সিম আরো বলেন, এধরনের স্ট্র ব্যবহার একটি বিশ্ব আন্দোলনের অংশ হতে যাচ্ছে বলে আমার ধারণা। কারণ যারা পরিবেশ সম্পর্কে সচেতন নয় এ ধরনের স্ট্র ব্যবহারের মধ্যে দিয়ে তারা টেরও পাবেন না যে কত বিরাট এক পরিবর্তনের অংশ হতে যাচ্ছেন তারা। দি লোকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়