শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯, ১০:১০ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৯, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে প্রাথমিকে ঝরে পরেছে ১৫৭ শিক্ষার্থী

গোপাল অধিকারী, ঈশ্বরদী : সারাদেশের ন্যায় ঈশ্বরদীতে ১৭ নভেম্বর রোববার থেকে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি)। ইংরেজি পরীক্ষার মাধ্যমে শুরু প্রথম দিনের পরীক্ষাতে ১৫৭ শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।

এদের মধ্যে প্রাথমিকে ১০২ জন ও ইবতেদায়ীতে ৫৫ জন। গত বছর অনুপস্থিত ছিলো ১৩০ জন। ঈশ্বরদীর মোট ১৬ কেন্দ্র ও উপকেন্দ্রে এক যোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রগুলো হলো স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈশ্বরদী গালর্স স্কুল এন্ড কলেজ, পূর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়, মাজদিয়া উচ্চ বিদ্যালয়, আসনা গোপালপুর রাহিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, রূপপুর উচ্চ বিদ্যালয়, এম, এস কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুলাডুলি উচ্চ বিদ্যালয়, রামচন্দ্রবহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয়, কালিকাপুর উচ্চ বিদ্যালয়, মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয়, ভাড়ইমারী রিয়াজ উদ্দীন উচ্চ বিদ্যালয়, নুরজাহান বালিকা উচ্চ বিদ্যালয়, শহীদ আবুল কাশেম স্মৃতি উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীকুন্ডা উচ্চ বিদ্যালয়।

এবছর ঈশ্বরদীতে মোট সমাপনী পরীক্ষার্থী ৫ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী । এদের মধ্যে ছাত্র ২৮২০ জন ও ছাত্রী ৩১৩৬জন। পিইসি পরীক্ষার্থী ৫৫৬৩ জন ও পিডিসি ৩৯৩ জন।

গতবছর মোট ৫ হাজার ৮৪১ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষার্থী ছিলো। এদের মধ্যে ছাত্র ২৮২৬ জন ও ছাত্রী ৩০১৫জন ছিলো।

ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার জানান, ঈশ্বরদীতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সমাপনীর প্রথম পরীক্ষা সম্পন্ন হয়েছে। সম্পাদনা : জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়