শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯, ১০:১১ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৯, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইডেন গার্ডেনে উৎসবের প্রস্তুতি, চিন্তায় বাংলাদেশ শিবির

আক্তারুজ্জামান : ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছে কলকাতার ইডেন গার্ডেন। বাংলাদেশ ও ভারত প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলবে এই মাঠে যে ম্যাচটি শুরু হবে আগামী ২২ নভেম্বর। ওই ম্যাচ ঘিরে বিশাল আয়োজন হাতে নিয়েছে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএবি)। কিন্তু ওই ম্যাচ নিয়ে মাথা ব্যথা শুরু হয়েছে বাংলাদেশ দলে।

গোলাপি বলের ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্টকে স্মরণীয় করে রাখতে গতকাল ইডেনে ওড়ানো হয়েছে সেই রংয়েরই বেলুন। তাছাড়া ঐতিহাসিক দিনরাতের টেস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কলকাতা বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সঙ্গে থাকবেন সিএবির শীর্ষ কর্তারাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা নিয়েও কার্যক্রম শুরু করেছে ভারত।

কিন্তু ইন্দোরের প্রথম টেস্ট যখন তিনদিনেই শেষ হয়েছে, তখন কপাল চাপড়াচ্ছে টাইগাররা। কারণ ভারতের বোলারদের সামনে কোনোভাবেই দাঁড়াতে পারছেন না মুমিনুল হকরা। সেই একই বোলারদের সামনে ইডেন টেস্টে বাইশ গজে মুশফিকরা কি করবেন সেটা আসলেই ভাবনার বিষয়। ইন্দোরের মতো ইডেনের মাঠেও পেসাররা ছড়ি ঘোরাবেন বলে মনে করা হচ্ছে।

[caption id="attachment_1021544" align="aligncenter" width="585"] এই বল দিয়ে ইডেনে দিবা-রাত্রির টেস্ট শুরু হবে[/caption]

ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জী বলেন, ‘গোলাপি বলে খেলা হলে পিচে একটু ঘাস থাকলে ভালো। না হলে, দ্রুত বলের পালিশ উঠে গিয়ে ব্যাটসম্যানদের খেলতে অসুবিধা হতে পারে।’ ফলে ইডেনেও বাংলাদেশের জন্য গতিময় পিচই তৈরি হচ্ছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। এমতাবস্থায় ইডেনের মাঠেও মুশফিকরা হাবুডুবু খেতে পারেন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

[caption id="attachment_1021546" align="aligncenter" width="559"] ঐতিহাসিক টেস্টকে সামনে রেখে এরকম গোলাপি আভায় সেজেছে ইডেন গার্ডেন[/caption]

আগামী মঙ্গলবার ইন্দোর থেকে কলকাতায় আসবে ভারত ও বাংলাদেশ দলের ক্রিকেটাররা। একই বিমানে করেই পশ্চিম বাংলার মাঠে পা রাখবেন মুমিনুল ও কোহলিরা।

ইডেন টেস্টের টিকিট নিয়ে হাহাকার তুঙ্গে। কাউন্টার থেকে টিকিট না পাওয়ায় সিএবির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ক্রিকেটভক্তরা। সিএবি কর্তারা জানিয়েছেন, প্রথম তিনদিনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে অনলাইনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়