শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯, ০৫:৫৭ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৯, ০৫:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফটিকছড়িতে জমকালো আয়োজনে উদ্বোধন হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের

ওমর ফয়সাল, ফটিকছড়ি (চট্টগ্রাম) : জমকালো আয়োজনের মধ্যদিয়ে ফটিকছড়িতে শুরু হলো বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯। ১৬ নভেম্বর বিকেলে ফটিকছড়ির ঐতিহ্যবাহী নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মো. বাকেরের পৃষ্ঠপোষকতায় নানুপুর “ইউনিটি অফ টুয়েন্টি সিক্স” আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুজিবুল হক চৌধুরী।

টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব।

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ মান্নানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা জেবুন নাহার মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক মো. শাহনেওয়াজ, প্রচার সম্পাদক সাজিদ হায়দার রেজা, যুবলীগ নেতা সৈয়দ মুহাম্মদ মাসুম ও মীর মোরশেদ। এছাড়াও, নানুপুর ইউপি প্যানেল চেয়ারম্যন আমান উল্লাহ, যুবলীগ নেতা জয়নাল আবেদীন, মুহাম্মদ শহীদুল্লাহ, ছাত্রলীগ নেতা আসলাম উদ্দীন মামুন, মোজাম্মেল হোসেন মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় সমিতিরহাট খেলোয়াড় সমিতিকে ১ - ০ গোলে হারিয়ে জয়লাভ করে মানিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা। নক আউট পদ্ধতিতে ৮টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে জানায় টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সম্পাদনা : এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়