শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯, ০৩:৩৫ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৯, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ৪৩৯ ক্রিকেটার, সর্বোচ্চ পারিশ্রমিক ৮৫ লাখ টাকা

রাকিব উদ্দীন : গতকাল উন্মোচিত হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের লোগো। এবারের আসরে নতুন নিয়ম অনুযায়ী ফ্রাঞ্চাইজি ছাড়াই নিজস্ব তত্ত্বাবধানে দলগুলো পরিচালনা করবে বিসিবি নিজেই। গতকাল প্লেয়ার্স ড্রাফটে থাকা খেলোয়াড়দের সংখ্যা ও তাদের পারিশ্রমিক ঘোষণা করা হয়েছে। ড্রাফটে দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি এক ঝাঁক বিদেশি তারকাও থাকবেন দলগুলোর দৃষ্টিতে।

বিপিএলের সপ্তম আসরে ড্রাফটে রয়েছেন ৪৩৯ জন ক্রিকেটার। এর মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ১১ জন, ‘এ’ ক্যাটাগরিতে ১৫ জন, ‘বি’ ক্যাটাগরিতে ৬৬ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৭৫ জন এবং ‘ডি’ ক্যাটাগরিতে সর্বোচ্চ ২৭২ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।

ক্যাটাগরি অনুযায়ী বাংলাদেশি ক্রিকেটারদের চেয়ে বেশি মূল্য পাওয়ার সুযোগ রয়েছে বিদেশি ক্রিকেটারদের। ‘এ প্লাস’ ক্যাটাগরির বিদেশি ক্রিকেটাররা সর্বোচ্চ ১ লাখ ডলার পারিশ্রমিক পাবেন। এছাড়া বাকি ক্যাটাগরির ক্রম অনুযায়ী যথাক্রমে ৭০ হাজার, ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার ডলার করে পারিশ্রমিক পাবেন দলভুক্ত বিদেশি ক্রিকেটাররা।

বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে মোট ২২টি দেশের ক্রিকেটাররা বিদেশি ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছেন। সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় ইংল্যান্ডের- ৯৫ জন। এছাড়া পাকিস্তান ৮৯ জন, ওয়েস্ট ইন্ডিজ ৬৬ জন, শ্রীলঙ্কা ৪৪ জন, আফগানিস্তান ৩৯ জন, দক্ষিণ আফ্রিকার ৩৫ জন ও কানাডার ১৪ জন ক্রিকেটার রয়েছেন ড্রাফটের বিদেশি ক্রিকেটারদের তালিকায়। অস্ট্রেলিয়া ও ভারতের ৩ জন, জিম্বাবুয়ের ৯ জন ও নিউজিল্যান্ডের ১ জন ক্রিকেটার রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়