শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯, ০৪:৫৯ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৯, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাথার নিচে ভারতবিদ্বেষ নয়, পেঁয়াজ নিয়ে ঘুমান

অনির্বাণ আরিফ : ভারতে পেঁয়াজের উৎপাদন কম তো আমরা পেঁয়াজ না খেয়ে মরছি। ভারতে ডালের, তেলের, নুনের এমনকি নুনুর উৎপাদন কম হলেও আমরা এসব না খেয়ে ই মরবো। কেন জানেন আমাদের এখানে কোনো কিছুরই তেমন উৎপাদন হয় না কেবল ডজন ডজন ইনসান ছাড়া। সকাল-বিকাল তিনবেলা আমরা পেঁয়াজ কষে ভাত খেয়ে ভারতকে গুনে গুনে তিনবেলা গালি দিই। আবার পেঁয়াজ না পেলেও গালি দিই। ভারত বেটা পড়ছে মহাবিপদে। ভারত কী এমনি এমনি পেঁয়াজ দেয়? না। টাকা নেয়। কিন্তু টাকা দিয়েও ভারতের চেয়ে আধাপয়সা কম দামে আপনার পেয়ারে পাকিস্তান বা ভাইদেশ আফগানিস্তান থেকে এক কেজি পেঁয়াজ এনে দেখান তো স্যালুট পাবেন। ভারত বিরোধিতা না করলে বৈপ্লবী হওয়া যায় না। ভারত বিরোধিতা না করলে সহী মুসলমান হওয়া যায় না। ভারত বিরোধিতা না করলে একালে দেশপ্রেমিকও হওয়া যায় না। তাই আমি হুদাই ভারত বিরোধিতা করি আর আপনি আমার দেখাদেখি হুদাই লাফান। অথচ আজ আমি একটি পেঁয়াজ কিনতে পারলেও আপনি পারছেন না। তয় লাফালেন ক্যান? এ পাড়ায় আবার ‘মুখ দিয়েছেন যিনি খাবারও দেবেন তিনি’ জাতীয় তত্ত্বের মার্কেটিং ভালো করেছে যারা তারা কিন্তু আজ একটি পেঁয়াজের মতো নগণ্য সবজিও কোথাও থেকে এক্সপোর্ট করে আনার ক্ষমতা রাখে না। কারণ তারা নিজেরাই এক্সপার্টেড মাল। মুখ আর খাবার তত্ত্ববিদদের কথা না শুনে কীভাবে জাতীয় উৎপাদন বাড়ানো যায়, কীভাবে প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা নিয়ে ভালো থাকা যায় সেটাই হবে আমাদের জন্য ভালো। ইমোশনালিজম বাদ দিয়ে রিলেলিটিতে আসুন। ভারত বিরোধিতা মনের জোস দেবে, কিন্তু পেঁয়াজ দেবে না। তাই সস্তা ভারতবিরোধী রাজনৈতিক সুড়সুড়ি তাড়ান। মাথার নিচে ভারতবিদ্বেষ নয় পেঁয়াজ নিয়ে ঘুমান। স্বপ্নে হয়তো একটি পেঁয়াজ খেতেও পারবেন। আল্লাহ শাফি, আল্লাহ মাফি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়