শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০১৯, ১২:৫৬ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০১৯, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫০০ জন ছাত্রীকে সাইকেল প্রশিক্ষণ দিবে ডাকসু

ওবায়দুর রহমান, ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আয়োজনে ১৫০০ ছাত্রীকে সাইকেল চালানোর প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান ডাকসুর সদস্য তিলোত্তমা সিকদার।

শনিবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি'র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডাকসুর সদস্য তিলত্তমা সিকদার।

সাইকেল প্রশিক্ষণ কর্মসূচিকে সামনে রেখে গত ১৮ই অক্টোবর থেকে ২৮ই অক্টোবর শিক্ষার্থীদের মাঝে ফর্ম বিতরন করে ডাকসু।এতে ১৫০০ ছাত্রী সাইকেল শেখার জন্য নিবন্ধন করেছেন বলে জানান তিলোত্তমা সিকদার। ৩০ প্রশিক্ষকের টিম নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

নিবন্ধনকৃত ছাত্রীদের প্রশিক্ষণের শুভ উদ্ভোদন অনুষ্ঠান আগামীকাল রবিবার দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে (১৭ই নভেম্বর)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেএমআ ই গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক।

তিলোত্তমা সিকদার আরো জানান, 'উদ্ভোধনী অনুষ্ঠানে দুপুর ১২টার আগে প্রবেশ করতে হবে প্রশিক্ষণার্থীদের। অনুষ্ঠানের প্রারম্ভেই প্রশিক্ষণার্থীদের টি-শার্ট বিতরন করা হবে।প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরন করা হবে।'

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জোবাইক সাইকেল সার্ভিস চালু করার পর থেকে ছাত্রীদের মাঝে সাইকেল চালানো শেখার প্রবল আগ্রহ দেখা যায়।সেই পরিপ্রেক্ষিতে এই সাইকেল প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ডাকসু।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাকসুর পরিবহন সম্পাদক শামস ই নোমান, সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার, ক্রিড়া সম্পাদক তানভীর আহমেদ শাকিল, সদস্য ফরিদা খাতুন প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়