শিরোনাম

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯, ১০:২০ দুপুর
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৯, ১০:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইহুদি, জিপসি ও সমকামিদের আক্রমণকারী রাজনীতিবিদরা আমাকে হিটলারের কথা মনে করিয়ে দেয়, মন্তব্য পোপের

রাশিদ রিয়াজ: ইহুদি, জিপসি ও সমকামিদের যারা ভাষায় বা শারীরিকভাবে আক্রমণ করেন পোপ ফ্রান্সিস এ বিষয়টিকে আধুনিক বিশ্বে নাজিবাদের পুনরুত্থানের সঙ্গে তুলনা করেছেন। ইতালির অপরাধ আইন নিয়ে ইন্টারন্যাশনাল এ্যাসোসিয়েশন অব প্যানেল ল’এর বিশ্ব সম্মেলনে পোপ ফ্রান্সিস একথা বলেন। এধরনের জাতি ও গোষ্ঠীগত আক্রমণকে তিনি কোনো কাকতলীয় ঘটনা নয় বলে উল্লেখ করে বলেন, বরং তা ঘৃণার সংস্কৃতির বহিঃপ্রকাশ এবং আবর্জনা সমতুল্য। কোনো সরকার বা কোনো ব্যক্তি যখন এধরনের হামলার কথা বলে তখন আমার মনে হয় আমি ১৯৩৪ কিংবা ১৯৩৬ সালে দেয়া হিটলারের বক্তব্য শুনছি। তবে পোপ কোনো নির্দিষ্ট ব্যক্তি, রাজনীতিক, আন্দোলন বা দেশের বিরুদ্ধে এধরনের অভিযোগ আনেননি বা তাদের নাম বলেননি।

পোপ বলেন, ইহুদিদের নির্যাতনকারীরা মানুষও নয়, খ্রিস্টানও নয়। গত শতাব্দীতে ইহুদিদের ওপর ওই নির্যাতনের কথা উল্লেখ করে পোপ আরো বলেন, আমরা একমত সেই দিন গত হয়েছে। কিন্তু সেই নির্যাতনের স্বভাব এখনো অনেকের মধ্যে রয়ে গেছে। আরটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়