শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯, ০৯:১৯ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৯, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন এমপিওভুক্ত স্কুল-কলেজের তথ্য যাচাই শুরু হচ্ছে ১৮ নভেম্বর

আবদুল অদুদ : ১৮ নভেম্বর থেকে এমপিওভুক্তির তালিকায় থাকা এক হাজার ৬৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) তথ্য যাচাই শুরু হবে। যাচাইয়ের পর সঠিক তথ্য সরবরাহ করা প্রতিষ্ঠানের এমপিও ছাড় দেয়া হবে। যেসব প্রতিষ্ঠানের তথ্য মিথ্যা প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রয়োজনীয় কাগজপত্র ও একজন শিক্ষকসহ ঢাকা শিক্ষা বোর্ডে হাজির হয়ে এমপিওভুক্তির জন্য দাখিল করা তথ্যের সত্যতা প্রমাণ দিতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের।

অন্যদিকে, আগামী ১৯ নভেম্বরের মধ্যে দেশের সব জেলা শিক্ষা অফিসারকে নির্ধারিত তথ্যের হার্ডকপি বাহক মারফত পাঠাতে বলা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের দেয়া তথ্যের সঙ্গে শিক্ষা অফিসারদের দেয়া তথ্য যাচাই করা হবে।

এব্যাপারে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেসব তথ্য দিয়ে এমপিওভুক্ত হয়েছে, সেসব তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য প্রতিষ্ঠান প্রধানদের ডাকা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. আবদুল মান্নান বলেন, সফটওয়্যারের মাধ্যমে জমা দেয়া তথ্যের সঙ্গে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য মিলিয়ে দেখা হবে।

গত ১২ নভেম্বর এমপিওভুক্তির তথ্য যাচাইয়ে সাত সদস্যের কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই কমিটিকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোরও তথ্য যাচাইয়েরও নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর একযোগে দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির তালিকা প্রকাশ করে সরকার। এর মধ্যে স্কুল ও কলেজ এমপিওভুক্তির সুযোগ পায় এক হাজার ৬৫০টি। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৩৯টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৯৯৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৬৮টি স্কুল অ্যান্ড কলেজ, ৯৪টি উচ্চ মাধ্যমিক কলেজ এবং ৫৬টি স্নাতক (পাস) কলেজ রয়েছে। এরপর গত ১২ নভেম্বর ৬টি ও ১৪ নভেম্বর একটি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সুযোগ পায়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্তির সুযোগ পাওয়া স্কুল ও কলেজের মধ্যে আগামী ১৮ নভেম্বর ৮৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়; ১৯, ২০ ও ২১ নভেম্বর প্রতিদিন ৭৪টি করে মোট ২২২টি মাধ্যমিক বিদ্যালয়সহ সব মিলিয়ে ৩০৮টি প্রতিষ্ঠানের প্রধানদের সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডে তথ্য যাচাইয়ের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে। পর্যায়ক্রমে নতুন এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) তথ্য যাচাইয়ের জন্য ঢাকা শিক্ষা বোর্ডে ডাকা হবে।

যেসব তথ্য যাচাই করা হবে : শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্তর স্বীকৃতির প্রথম ও শেষ কপি, ২০১৭ সালের শ্রেণিভিত্তিক ভর্তি রেজিস্ট্রার, শ্রেণিভিত্তিক হাজিরা খাতা যাচাই করা হবে। প্রতিষ্ঠানগুলোর জেএসসি পর্যায়ে ২০১৫ থেকে ২০১৭ সাল, এসএসসি পর্যায়ে ২০১৬ থেকে ২০১৮, এইচএসসি পর্যায়ে ২০১৫ থেকে ২০১৭ এবং স্নাতক (পাস) পর্যায়ে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ফরম পূরণের প্রিন্ট কপি, রেজিস্ট্রেশনের প্রিন্ট কপি ও বোর্ডের ফলাফল যাচাই করা হবে। এছাড়া অষ্টম শ্রেণি থেকে একাদশ এবং স্নাতক (পাস) শ্রেণির রেজিস্ট্রেশনের জন্য টাকা জমার রশিদ যাচাই করা হবে।

নীতিমালা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানের এসব তথ্য যাচাই কাজ চলবে পর্যায়ক্রমে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তথ্য যাচাইয়ের সব ধরনের নির্দেশনা পাওয়া যাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়