শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯, ০৭:১৯ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৯, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাবল সেঞ্চুরি, অভিনন্দন পেঁয়াজ, প্লিজ কিপ ইট আপ!

 

চিররঞ্জন সরকার : বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফরে গিয়ে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দলীয়ভাবে ডাবল সেঞ্চুরি করতে না পারলে কী হবে, দেশের মাটিতে পেঁয়াজ একাই ডাবল সেঞ্চুরি করেছে। অভিনন্দন পেঁয়াজ, প্লিজ কিপ ইট আপ। পেঁয়াজ নিয়ে চলছে নানা উপদেশ-রসিকতা। একজনের উপদেশ : পিয়াঁজের বদলে মুলা খান। আর বাড়ির সামনে মুলা ঝুলিয়ে রাখুন। মুলার দিকে তাকিয়ে আপনি অনন্তকাল বোঝা বইতে পারবেন। কারও কারও প্রস্তাব শুধু পেঁয়াজ নয়, পাশাপাশি গরুর মাংস ১৫০০ টাকা আর খাসির মাংস ২৫০০ টাকা করুন। কারণ পেঁয়াজ বেশি লাগে এই দুইটি জিনিসে।

এই তিনটির দাম যদি আকাশছোঁয়া হয়, তাহলে পেঁয়াজের সঙ্গে গরু-খাসি খাওয়া বন্ধ হবে। আর তাহলে হার্টের রোগ, কোলেস্টেরল, ব্লাড প্রেসার, কোলন ক্যানসার এসব রোগ থেকে সবাই রেহাই পাবে। আমাদের দেশের মানুষের মধ্যে যতটুকু তেজ বা ঝাঁঝ, তা মোটামুটি পেঁয়াজের গুণ। কারণ পেঁয়াজ খেলে মানুষের ‘তেজ’ বাড়ে-এমন একটা ধারণা সমাজে প্রচলিত আছে। তাইতো হিন্দু বিধবা কিংবা সন্ন্যাসীরা নিরামিষ খায়। নিরামিষে পেঁয়াজ নিষিদ্ধ। পেঁয়াজকে আমিষ হিসেবে গণ্য করা হয়। পেঁয়াজের সীমাহীন দামের কারণে সংখ্যাগরিষ্ঠ মানুষ এই জিনিস খাওয়া বাদ দিতে বাধ্য হচ্ছে। ফলে মানুষের সামগ্রিক তেজ বা বারুদ আরও নিম্নগামী হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এর ফলে প্রতিবাদ, বিক্ষোভ, মানি না মানব না-র পরিবর্তে মানুষ রসিকতা করছেন। ফেসবুকে পোস্ট দিচ্ছেন। পেঁয়াজের এই অবিশ্বাস্য মূল্যবৃদ্ধির পেছনে শাসক গোষ্ঠীর অনন্তকাল ক্ষমতায় থাকার অভিসন্ধি কাজ করছে বলে কেউ কেউ মনে করছেন। ব্যাপারটিকে একেবারে উড়িয়ে দেয়া যায় না। ক্ষমতায় থাকার জন্য মানুষ কত কিছুই তো করে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়