শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯, ০৭:১১ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৯, ০৭:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরব নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে, না নিপীড়ক ইসরাইলের পক্ষে

 

মুসা কলিম মুকুল : সৌদি আরব নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে না নিপীড়ক ইসরাইলের পক্ষে? সৌদি রাজনীতি কাশ্মীরের জনগণের পক্ষে না মোদীজীর পেছনে? এসব প্রশ্নের উত্তর সকলের জানা। সৌদি রাজপুত্ররা আজকাল এসব বিষয়ে প্রায় খোলামেলা হয়ে গেছেন। শুধু বাংলাদেশের কিছু লোক এসব বিষয়ে অযথাই ঢাকঢাক গুড়গুড় করেন। সৌদি সংস্কৃতি নারীদের জন্য নিরাপদ হলে, অসম্মানজনক না হলে সেখানে বাংলাদেশের মা-বোনেরা শ্রমিক হিসেবে যেতেই পারেন। এসব নিয়ে ঢাকঢাক গুড়গুড় না করে বরং সকলের উচিত পরিষ্কার করা।

দাসীদের সঙ্গে তাদের ব্যবহার নিয়ে আমরা (বাঙালিদের তারা নাকি মিসকিন কয়) উপদেশ দিলে কি আর মহামান্য শাহজাদাদের ‘বর্বরতা’ শুধরে যাবে? তারা যদি নারী গৃহশ্রমিকদের দাসীর মতো ব্যবহার না করেন, যৌন নির্যাতন না করেন, মারধর না করেন, মজুরি ও খাওয়া-পরা-থাকার ন্যায্যতা মেনে চলেন, আমানতের খিয়ানত না করেন এমন সুন্দর সংস্কৃতির দেশে বাংলাদেশের দুঃখী মা-বোনেরা শ্রমিকের কাজ নিয়ে তো যেতেই পারেন। বাংলার আলেম-ওলামারা, ম্যানপাওয়ারের ব্যবসায়ী ও দালালেরা এবং (থাক) সহ সংশ্লিষ্ট সকলে এ বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বললেই কিন্তু সব চুকেবুকে যেতো। কিছু একটা কথা খোলসা করতে গিয়ে ধোঁয়াশা করে আসলে কেবল অবিশ্বাস আর অনাস্থাই সৃষ্টি হয়। ইসলামে যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানেও তেমন অসত্য এবং অর্ধসত্যের কোনো স্থান নেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়