শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯, ০৪:৩৭ সকাল
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৯, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০

অনলাইন রিপোর্ট: ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যমুনা টেলিভিশন

একপক্ষ অপরপক্ষের উপর হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ করেছেন। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

খোজ নিয়ে জানা গেছে, শনিবার সালথা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হওয়ার কথা ছিলো। ওই সম্মেলনকে কেন্দ্র করে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বড় ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলু ও তার অনুজ শাহাদাব আকবর লাবু চৌধুরী দলীয় আধিপত্যকে কেন্দ্র করে গত কয়েকদিন যাবত এলাকায় উত্তেজনা চলছিল। যার ফলে জেলা আওয়ামীলীগের সুপারিশে সম্মেলন বন্ধ করে দেয় কেন্দ্রীয় কমিটি।

এ ঘটনায় সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর ও উপনেতার এপিএস শফিউদ্দিন এর নেতৃত্বে শুক্রবার বিকেলে স্থানীয় কাউলিকান্দা স্কুল মাঠে সভা শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার এলাকায় আসলে সেখানে একটি মিছিল সহকারে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির চৌধুরী ওই মিছিলে যোগ দেন।

দুই মিছিল একত্রিত হয়ে উপজেলা চত্বরে পৌছালে সেখানে বাবলু চৌধুরীর সমর্থক সাব্বির চৌধুরী গ্রুপ ও লাবু চৌধুরীর সমর্থক ওয়াদুদ চেয়ারম্যান গ্রুপের মধ্যে কথা কাটাকাটির যেরে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে ওয়াদুদ চেয়ারম্যানের বিরুদ্ধে সাংগঠনিক সম্পাদক সাব্বির চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন তাদের ও তাদের সমর্থকদের মালিকানাধীন প্রায় ২০ দোকান ঘর ভাংচুর করা হয়েছে বলে দাবী করেছেন সাব্বির চৌধুরী।

অপরদিকে সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর জানান, শনিবার আমাদের সম্মেলন হওয়ার কথা ছিল যা ষড়যন্ত্রকারীরা বন্ধ করে দিয়েছে। তার প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিলে সাব্বির চৌধুরীসহ তার সমর্থকরা আমাদের মিছিলে হামলা চালায়। আমি তাদের বহিষ্কারের দাবি জানাই।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের নগরকান্দা ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ফরিদপুর জেলা পুলিশের নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এএফএম মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব গিয়ে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ার-সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান। তবে আহত ও ভাংচুরের ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ দেয়নি বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি ১০/১২ জন আহত হওয়ার খবর জেনেছেন বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়