শিরোনাম

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০১৯, ০২:৪৯ রাত
আপডেট : ১৬ নভেম্বর, ২০১৯, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসামাজিক কাজে লিপ্ত থাকায় মা-মেয়েসহ তিনজনের কারাদণ্ড

মো.সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে মা ও মেয়েসহ তিনজনকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত ।

শুক্রবার বিকালে সদর উপজেলা আরাজী কৃষ্ণপুর ভাংগা ব্রীজ এলাকায় সাথী আক্তার ওরপে আজিমার বাসায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় মা-মেয়েসহ তিনজ জনকে আটক করা হয়। এ সময় মা সাথী আক্তার, মেয়ে অর্নী আক্তার ও পঞ্চগড় থেকে আসা মরিয়মকে আটক করা হয়। তবে কৌশলে পালিয়ে যায় দুই পুরুষ খদ্দের।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন বলেন, আটককৃতদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের একাধিক অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে আজ মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হয়।এ সময় অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকায় আটক কৃতদের প্রত্যেককে ৩ (তিন) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সম্পাদনা:জেরিন মাশফিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়