শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৯, ১১:৫৮ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৯, ১১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা রেজ্যুলেশন গ্রহণ করলো জাতিসংঘ, সংকট সমাধানে নিরাপত্তা পরিষদকে সুস্পষ্ট পদক্ষেপ নেয়ার আহবান

আসিফুজ্জামান পৃথিল : ওআইসি এবং ইইউ এর উত্থাপিত প্রস্তাবটি নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার জাতিসংঘ তৃতীয় কমিটিতে পাস হয়।এই রেজ্যুলেশনে রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষা নিশ্চিত এবং সম্মানজনকভাবে স্বদেশে প্রত্যাবর্তনের বিষয়ে জোর দেয়া হয়েছে।জাতিসংঘের কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

প্রস্তাবে বলা হয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্মম নির্যাতন হয়েছে। এই বিষয়ে নিরাপত্তা পরিষদকে অবশ্যই ভূমিকা নিতে হবে।এজন্য নিয়মিত পরিষদকে চাপ দিতে জাতিসংঘ মহাসচিবকে অনুরোধ করা হয়েছে। বৃহস্পতিবার ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবের ২০ দফার সুপারিশে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে সমাধানের জন্য মিয়ানমারকে কী কী পদক্ষেপ নিতে হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবারের প্রস্তাবের পক্ষে ১৪০টি ও বিপক্ষে ৩২টি দেশের ভোট পড়েছে। আর ৯টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। এই রেজল্যুশন ডিসেম্বরে সাধারণ পরিষদের মূল অধিবেশনে আলোচনার জন্য উপস্থাপন করা হবে।ওআইসি ও ইইউর পক্ষে প্রস্তাবটি এবার উপস্থাপন করে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত ও ফিনল্যান্ড।

প্রস্তাবটিতে নিরাপত্তা পরিষদকে রোহিঙ্গা সমস্যার সমাধানে সুস্পষ্ট পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।এতে এটি নিরাপত্তা পরিষদের ওপর সরাসরি চাপ সৃষ্টি করবে। তা ছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ব্যর্থতার জন্য এতে মিয়ানমারকে দায়ী করে জোরালো রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ ও প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিসহ সুনির্দিষ্ট ১০টি বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।এর পাশাপাশি জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতকে মাঠের পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন উপস্থাপন বাধ্যতাম‚লক করার কথাও উল্লেখ করা হয়েছে। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়