শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৯, ১০:৩৭ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৯, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁকা হাত-কনুই নিয়েও ক্রিকেট খেলতে চান শঙ্কর, পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত দেখালো দিল্লী

আক্তারুজ্জামান : ব্যাঙ্গালোরের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটার শঙ্কর সজ্জন। ১৯ বছর বয়সী এই তরুণ শারীরিকভাবে অন্য সবার মত নন। ক্রোমোজোমজনিত ভারসাম্যহীনতার কারণে তার হাতের কনুই ও কব্জি বাঁকা। অথচ দৃঢ় ও অদম্য মনোবল নিয়ে ক্রিকেটের মত শারীরিক শ্রমের খেলাকে করেছেন নিত্যসঙ্গী। সেই শঙ্করকে দিল্লী বুলস তাদের সাথে রেখেছে আসর শুরুর আগে। শঙ্করও দিল্লী বুলসের স্কোয়াডের সাথে অনুশীলন করেছেন, দেখবেন দলটির প্রথম ম্যাচও। খবর : ক্রিকটাইম

দিল্লী বুলস হচ্ছে টি-টেন লিগের অন্যতম দল। আধুনিক ক্রিকেটের আদলে আয়োজিত ১০ ওভারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট টি-টেন লিগ। তৃতীয় সংস্করণ শুরুর আগে টুর্নামেন্টটির দল দিল্লী বুলস অভিনব এ কার্যক্রমে মন কেড়েছে ক্রিকেটপ্রেমিদের।

আসর শুরুর আগে দিল্লী বুলসের ক্রিকেটাররা জড়ো হয়েছেন আরব আমিরাতে। সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে শঙ্করের ক্রিকেটপ্রেম ও উদ্যম নজরে আসে দিল্লী বুলসের মেন্টর আনিস সজনের। তিনিই শঙ্করকে আমন্ত্রণ জানান।

আমন্ত্রিত শঙ্কর দিল্লী বুলস স্কোয়াডের সাথে ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ট্রেনিং ক্যাম্পে ছিলেন। এ সময় এই স্পিনারের বোলিং দেখভাল করেছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান, কোচ স্টিফেন ফ্লেমিংসহ অন্যরা। ১৫ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলবে দিল্লী বুলস। ক্রিকেটারদের সাথে ড্রেসিংরুম ও ডাগআউট ভাগাভাগি করে শঙ্কর ম্যাচটিও দেখতে পারবেন।

এর আগে ২০১৫ সালে ভারতের সাবেক কোচ অনিল কুম্বলের স্পিনার হান্টে সুযোগ পেয়েছিলেন শঙ্কর। তিনি বলেন, ‘তখন আমি স্থানীয় একটি ক্লাবের হয়ে খেলতাম। ৩০০০ জন স্পিনার হান্টে অংশ নেয়, বাছাই করা হয় মাত্র ২১ জনকে। সবার থেকে একমাত্র আমিই ভিন্ন ছিলাম- যার শারীরিক গড়ন অন্যদের মত নয়।’

এরপর থেকে কর্নাটকের পঞ্চম বিভাগ দলের হয়ে নিয়মিত খেলছেন, অনুশীলনও করছেন শঙ্কর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়