শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৯, ০৯:৪০ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৯, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেইমারবিহীন ব্রাজিলের বিরুদ্ধে আজ রাতে লড়বে মেসির আর্জেন্টিনা

আক্তারুজ্জামান : কোপা আমেরিকায় রেফারিং ও টুর্নামেন্ট নিয়ে বিরূপ মন্তব্য করার জেরে তিন মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি। নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে আজ মাঠে নামবেন। প্রতিপক্ষ সেই ব্রাজিল। যাদের বিরুদ্ধে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। সৌদি আরবের কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। মেসি খেললেও এ ম্যাচে দেখা যাবে না ব্রাজিলের তারকা নেইমারকে।

মেসি না থাকলেও আর্জেন্টিনা দলে ছিলেন লৌতারো মার্টিনেজ, লুকাস অ্যালাইরোর মতো তরুণরা। তিন মাসের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলে ফিরতেই ব্রাজিল-আর্জেন্টিনা মহারণের উত্তেজনা ছাপিয়ে স্পটলাইট তার দিকেই। অন্যদিকে চোটে পড়ায় ব্রাজিল দলের বাইরে আছেন নেইমার। ফলে তাকে দেখা যাবে না মাঠে।

মেসিবিহীন শেষ তিন ম্যাচের একটিতেও হারেনি লা আলবিসেলেস্তারা। এই তিন ম্যাচে গোল হয়েছে ১২টি। বেশ আনকোরা এক দল নিয়ে জার্মানির বিপক্ষে ২-২ গোলে ড্রয় আর মেক্সিকোর বিপক্ষে ৪-০ ও প্যারাগুয়ের বিপক্ষে ৬-১ গোলে জয়ের পর বেশ চনমনেই আছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে ঘরের মাঠে কোপা আমেরিকা জয়ের পর জয় দেখেনি টিটের শিষ্যরা। গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত চার ম্যাচের একটিতেও জয় নেই। তবে নেইমারের চোট, নিজেদের ফর্ম কিংবা মেসির ফেরা- কোনকিছু নিয়েই চিন্তিত নন চেলসির ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ান। তাদের ভরসা জায়গা একটাই, সবশেষ এই দলটা নিয়েই আর্জেন্টিনাকে কোপা আমেরিকায় হারিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এ পর্যন্ত ১১০ দেখায় ৪৬ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে ব্রাজিল। আর্জেন্টিনা জিতেছে ৩৯ ম্যাচে। ২৫টি হয়েছে ড্র। মেসির পাশাপাশি আর্জেন্টিনা একাদশে থাকতে পারেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়