শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৯, ০৮:১৫ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৯, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাজার টাকায় বিক্রিত শিশু উদ্ধার, নারী আটক

সুজন কৈরী : রাজধানীর শাহ্আলী মাজার এলাকায় অভিযান চালিয়ে শিশু চুরির অভিযোগে মোছা. রুমা আক্তার (২০) নামের একজন নারীকে আটক করেছে র‌্যাব-৪। সেই সঙ্গে উদ্ধার করা হয় চুরি হওয়া ৭ মাস বয়সী শিশু মোছা. সাদিয়া আক্তারকে।

র‌্যাব-৪ জানায়, বুধবার শিশু চুরির অভিযোগে অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ব্যাটালিয়নের একটি দল শাহ্আলী মাজার এলাকায় অভিযান চালিয়ে শিশু চোর রুমাকে আটক করে। পরে তার দেয়া তথ্যে চুরি হওয়া ৭ মাস বয়সের কন্যাশিশুকে মানিকগঞ্জের শিবালয়ের টেপরা গ্রাম থেকে উদ্ধার করা হয়। এরপর শিশুটিকে তার প্রকৃত মায়ের কাছে ফেরত দেয়া হয়।

দুধের শিশুটি ফেরত পেয়ে মা ও শিশুর কান্না ও আহাজারিতে র‌্যাব-৪ কার্যালয়ে এক হৃদয় বিদারক দৃশ্যের অবলোকন হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুমা জানিয়েছেন, গত ২৭ অক্টোবর শিশুটিকে শাহ্আলী মাজার থেকে চুরি করে এবং নিজেকে মা পরিচয় দিয়ে ও দারিদ্র্যের অজুহাতে কান্নাকাটি করে। ভরণ-পোষণের অপারগতার কথা বলে শিশুটিকে মানিকগঞ্জের শিবালয় থানাধীন টেপরা গ্রামের নিঃসন্তান আজাদ মিয়া দম্পতির কাছে ১ হাজার টাকায় বিক্রি করে দেয়।

রুমা আরো জানিয়েছে, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিশু সন্তানদের চুরি করে বিভিন্ন লোকদের কাছে বিক্রি করতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়