শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৯, ০৭:১৪ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৯, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়াঙ্কের সেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছে ভারত (সরাসরি)

শিউলী আক্তার : ইন্দোরে টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দুর্দান্ত খেলছেন ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। এক প্রান্তে দাঁড়িয়ে থেকে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নিলেন তিনি। সেই সঙ্গে লিডও পেয়েছে ভারত।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২১১ রান। উইকেটে আছেন মায়াঙ্ক আগারওয়াল (১০১) ও আজিঙ্কা রাহানে (৪৩)।

এর আগে ১ উইকেটে ৮৬ রানে প্রথমদিন শেষ করেছিলো ভারত। প্রথমদিনে রাহির বলের স্লিপে ক্যাচ ছেড়ে দিয়েছিলেন ইমরুল কায়েস। এছাড়া ৮২ রানে মিরাজের বলে এলবির ফাঁদে পড়ে ফিল্ড আম্পায়ারের সাড়ায় আউট হয়েছিলেন মায়াঙ্ক। কিন্তু রিভিউ নিয়ে জীবন পান তিনি। সেই সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন। দ্বিতীয় দিনের শুরুতে ফিফটি তুলার পর ৯১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যান মায়াঙ্ক। বিরতির পরে দুই চার মেরে শতক হাঁকান এই ওপেনার।

দিনের শুরুতে প্রথমদিনে ৪৩ রান করে অপরাজিত থাকা চেতেশ্বর পুজারা ফিফটি তুলে নেন। তবে ব্যক্তিগত ৫৪ রান করে আবু জায়েদ রাহির বলে আউট হন পুজারা। এরপর ক্রিজে টিকতে পারেননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। নিজের দ্বিতীয় বলে রাহির বলে এল্বিডব্লিউর শিকার হন তিনি। আম্পায়ার রাহির আবেদনে সাড়া না দিলেও রিভিউ নিতে কোহলিকে আউট করেন রাহি। তারপর থেকে যেন আর উইকেট নেয়ার সুযোগই তৈরি করতে পারেননি বাংলাদেশের বোলাররা।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫০ রান তুলতে পেরেছিলো বাংলাদেশ।

ম্যাচটি সরাসরি এখানে...........

  • সর্বশেষ
  • জনপ্রিয়