শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৯, ০২:৪৬ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৯, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটারদের দুর্বল মানসিকতার মূল কারণ সাংবাদিকরা, বললেন মুমিনুল

শিউলী আক্তার : ভারতের বিরুদ্ধে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে গতকাল মাঠে নেমেছিলো বাংলাদেশ। ভাগ্যনির্ধারণীতে জিতলেও মাঠে ব্যাটসম্যানদের পারফরমেন্স ছিলো খুবই বাজে। শক্তিশালী ভারতের বিপক্ষে ব্যাটিং করে মাত্র ১৫০ রান তুলতে পেরেছে। তবে এমন বাজে পারফরমেন্সের কারণ দুর্বল মানসিকতা। যেটি বেশির ভাগ সাংবাদিকদের জন্যই প্রভাব পড়ে বলে মনে করেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এমন কথাই জানান তিনি।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ফরম্যাটে প্রথম দেখায় খুবই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। স্বাগতিক দল হয়েও নব্য টেস্ট খেলুড়ে দল আফগানদের কাছে পাত্তা পায়নি তারা। যে কারণে সমালোচনার তীর ক্রিকেটারদের দিকেই ধেয়ে আসে।

এমন সমালোচনা প্রতি সিরিজেই হয়। যা বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে দেয় বলে মনে করে করছেন মুমিনুল। ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি একটি কথা বলি, হয়তো আপনাদের কাছে শুনতে হাস্যকর লাগবে। তবে আমরা যেকোনো সিরিজ শুরু করার আগে আপনাদের একটি বড় ভূমিকা থাকে। যেটা আফগানিস্তানের সঙ্গে সিরিজ শুরু করার আগেও ছিলো। কথাটি হয়তো আমার বিরুদ্ধে আসতে পারে। অন্যভাবে নিয়েন না দয়া করে।’

তিনি বলেন, ‘আমরা যখন আফগানিস্তানের সঙ্গে খেলি তখন আপনারা নানা এমন প্রশ্ন করেছিলেন, যেনো আমরা গুরুত্ব দিয়ে খেলছি না। বিষয়টি আমরা চিন্তা করতে না চাইলেও সেটা আপনার মাথায় ঢুকবে। জিনিসটিকে যদি আপনারা এভাবে ভাবেন তাহলে আমাদের জন্য কঠিন হয়ে যায়। আমার কাছে মনে হয় মানসিকভাবে এই পর্যায়ে এসে আমাদের আরো শক্তিশালী হতে হবে।’

তবে সাংবাদিকদের দলের সমালোচনা না করে পাশে থাকার পরামর্শ দিয়েছেন মুমিনুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়