শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৯, ১০:১৮ দুপুর
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৯, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিবিএস গবেষণায় বৃত্তি পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শামসুল আলম রকি

একুশে টিভি : পোল্ট্রি সাইন্স এসোসিয়েশন (পিবিএস), ইউএসএ থেকে প্রথম বাংলাদেশি শিক্ষার্থী হিসেবে তিনি এই বৃত্তি পেয়েছেন। শামসুল আলম রকি বর্তমানে ভেটেরিনারি অনুষদে ডিভিএম’র শেষ বর্ষে ইন্টার্নশিপ করছেন।

পোল্ট্রির পরজীবি রোগের ওপর ১০ সপ্তাহের ইন্টার্নশিপে কৃতিত্বপূর্ণ সাফল্য লাভ করার জন্য তাকে এই বৃত্তি প্রদান করা হয়। যার তত্ত্বাবধায়নে ছিলেন প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম।

সিকৃবি উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার তাঁর কার্যালয়ে রকির হাতে বৃত্তির ২৫০০ ডলার’র (বাংলাদেশী টাকায় প্রায় ২ লাখ) চেক তুলে দেন।
শামসুল আলম রকি বলেন, এই বৃত্তি আমাদের ফ্যাকাল্টি তথা সিকৃবির জন্য একটা ভালো দিক। আশা করি, পরবর্তীতে প্রতিবারই আমাদের ফ্যাকাল্টি থেকে জুনিয়ররা এই বৃত্তি পাবে। জুনিয়রদের আন্তর্জাতিক সংগঠনগুলার সঙ্গে যুক্ত হয়ে তাদের মেধা ছড়িয়ে দেয়ার আহ্বান জানাচ্ছি।

উল্লেখ্য, প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের ৫জন তরুণ পোল্ট্রি সাইন্টিস্টদের পোল্ট্রি শিল্প উন্নয়নে গবেষণামূলক কাজ করার জন্য এই বৃত্তি প্রদান থাকে ইউএসএ’র পিবিএস ফাউন্ডেশন। যার মধ্যে এবছর একমাত্র বাংলাদেশী তরুণ সাইন্টিস্ট হিসাবে রকি এই বৃত্তি পেয়েছেন। এর আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নেপালি শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছিলেন। অনুলিখন : ম. সিদ্দিকা, সম্পাদনা : মাজহারুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়