শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৯, ০৮:২২ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৯, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক দশক পর পাকিস্তানে ফিরছে টেস্ট

ডেস্ক রিপোর্ট  : দীর্ঘ ১০ বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে পাকিস্তানে। ডিসেম্বরে রাওয়ালপিন্ডি ও করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। ১১ ডিসেম্বর প্রথম টেস্ট হবে রাওয়ালপিন্ডিতে। ১৯ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট করাচির জাতীয় স্টেডিয়ামে।

এ নিয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জাকির খান বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের জন্য দারুণ খবর। শ্রীলঙ্কা ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। শ্রীলঙ্কা বোর্ডের কাছে আমরা কৃতজ্ঞ।’

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, ‘এর আগেও সিরিজ নিয়ে কথা হয়েছিল। কিন্তু ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। অবশেষে দল পাঠানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। অবশ্য আমি মনে করি সব ক্রিকেট খেলিয়ে দেশেরই ঘরের মাঠে ম্যাচ আয়োজন করার অনুমতি পাওয়া উচিত। পাক সফরে যাওয়ার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অবশ্য দুটো টেস্ট রয়েছে।’

পাকিস্তানের সবশেষ টেস্ট হয়েছিল ২০০৯ সালের মার্চে। সে বার লাহোর টেস্টের তৃতীয় দিনে হোটেল থেকে মাঠে যাওয়ার সময় শ্রীলঙ্কা দলের বাসে হামলা চালায় সন্ত্রাসীরা। তাতে আহত হন বেশ কজন লঙ্কান ক্রিকেটার। এরপর টানা ৬ বছর পাকিস্তানে কোনো ধরনের আন্তর্জাতিক ক্রিকেট হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়