শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৯, ০৭:০০ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৯, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীকে অপহরণ

সংবাদ প্রতিদিন : অপহরণকারী চক্রের মূল হোতাসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ শেষে শিলাইদহ কোর্টে তোলা হয়েছে বলে জানিয়েছে এন্টালি থানা পুলিশ। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে জানিয়ে তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে রাজি হয়নি কলকাতা পুলিশ।

মঙ্গলবার ফরিদপুরের বাসিন্দা বসির মোল্লা ও তার বন্ধু ইলিয়াস কলকাতায় গয়না কিনতে গিয়েছিলেন। কলকাতার রাস্তায় দুই ব্যক্তি সিবিআই অফিসার হিসেবে নিজেদের পরিচয় দিয়ে বসিরকে ঘিরে ধরে। অভিযোগ তোলে যে, বসির বেআইনিভাবে সোনা নিয়ে যাচ্ছেন। বসির নিজের পাসপোর্ট, ভিসা, গয়নার দোকানের বিলসহ যাবতীয় নথি দেখানোর কথা বলেন। কিন্তু তার কথা মানতে রাজি হয়নি ওই দু’জন। বরং রাস্তার উপরেই মাথায় রিভলবার ঠেকিয়ে চোখে রুমাল বেঁধে কলকাতা থেকে উত্তর ২৪ পরগনায় নিয়ে যায় তারা। তার সঙ্গে থাকা ৪৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা হাতিয়ে নিয়ে আরো ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্রের হোতা সেলিম। এরপর বাংলাদেশ থেকে তার বাবা আরো ৬ লক্ষ টাকা পাঠালে তাকে বাংলাদেশ-ভারতের আংরাইল সীমান্ত পার করিয়ে দিতে দালালের হাতে তুলে দেয় তারা। দালালদের হাত থেকে নিজেকে কোনোরকমে ছাড়িয়ে নিয়ে এন্টালি থানায় অভিযোগ দায়ের করেন বশির।

এন্টালি থানার ওসি দেবাশিস দত্তের নেতৃত্বে পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করে। বসিরের জবানবন্দি থেকেই পাওয়া যায় সেলিমের নাম। শেষপর্যন্ত বুধবার রাতে পাটুলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে সালাউদ্দিন এবং তার স্ত্রী নাসিমা বিবির খোঁজ মেলে। সালাউদ্দিনই রাস্তা থেকে বসিরকে জোর করে নিয়ে যায় বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা এই দু’জনকেও গ্রেপ্তার করে পুলিশ। সেলিম নিজেও বাংলাদেশের বাসিন্দা। সেইসূত্রে বসিরের সঙ্গে তাঁর পূর্ব পরিচয় ছিল। এখন সেলিম দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাসিন্দা। অনুলিখন : সাইফুর রহমান, সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়