শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৯, ০৪:২০ সকাল
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৯, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধবিরতির লক্ষে সৌদি-হুতি পরোক্ষ শান্তি আলোচনা শুরু

সাইফুর রহমান: সৌদি আরব ও ইয়েমেন উভয়েরই প্রতিবেশি দেশ ওমানের মধ্যস্থতায় এই আলোচনা চলছে বলে বুধবার দু’দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন।দু’মাস ধরে উভয়পক্ষের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ শান্তি আলোচনা চলছে বলে জানান হুথি মুখপাত্র গামাল আমের।ইয়েমেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবু বকর আল করবি জানান, হুথি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতেই সৌদি আরব এ আলোচনায় অংশ নিচ্ছে। এপি, ভোয়ানিউজ

শান্তি আলোচনার প্রথম ধাপে সানার আন্তর্জাতিক বিমানবন্দর খুলে দেয়া ও ইয়েমেন-সৌদি সীমান্তে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয় অর্ন্তভুক্ত রয়েছে।যদিও এর আগে উভয়পক্ষের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেয়া হয়েছিল কিন্তু তা সফল হয়নি। ২০১৬ সালে দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে অনুষ্ঠিত সৌদি-হুথিদের এক শান্তি আলোচনা ভেস্তে যায়। গত সেপ্টেম্বরে সৌদি সর্ববৃহৎ তেল শোধণাগারে ড্রোন হামলার দায় স্বীকার করেছিল হুথি বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরানকে দায়ী করলেও দেশটি তা অস্বীকার করে।

এদিকে ইয়েমেনের প্রেসিডেন্ট হাদির উপদেষ্টা আবদুল আজিজ জাবারি জানান, চলমান সৌদি-হুথি শান্তি আলোচনা সম্পর্কে তারা এখনো অন্ধকারে রয়েছেন। রাজধানী সানাসহ হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলো তাদের হাতেই ছেড়ে আসবে সৌদি আরব, যা দেশটিকে স্থায়ী বিভক্তির দিকে নিয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ২০১৪ সালে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখলে নেয়ার পর থেকেই দেশটি কার্যত দুই ভাগ হয়ে পড়ে। এরপর ২০১৫ সালে দেশটির প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদির পক্ষে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হামলা চালায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়