শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০১৯, ০১:৪৩ রাত
আপডেট : ১৫ নভেম্বর, ২০১৯, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিপ গাড়িতে ২২ হাজার ইয়াবা পৃথক অভিযানে গ্রেপ্তার ১০

মাসুদ আলম : রাজধানীর সূত্রাপুর থেকে ২২ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।এছাড়া কামরাঙ্গীরচর, কদমতলী ও কেরানীগঞ্জ মডেল এলাকা থেকে মাদকসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

ডিএমপির মিডিয়া সেন্টারের ডিসি মাসুদুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা হলো- মো. রাশেদ ও নুরুল আলম। বুধবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়। ইয়াবা বহনে ব্যবহৃত একটি জিপ গাড়িও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফ থেকে ইয়াবা কিনে ঢাকায় এনে সূত্রাপুর ও মোহাম্মদপুরে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদক আইনে সূত্রাপুর থানায় একটি মামলা করা হয়েছে।

র‌্যাব-১০ জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার পটকাজোড় এলাকা থেকে ১৭ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল ফোন ও ১৪ হাজার টাকাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- মোছা. সুমনা, শাহজাদা ও শওকত হোসেন। এছাড়া দুপুরে কামরাঙ্গীরচর এলাকা থেকে ২০টি ইয়াবাসহ বাবু নামে একজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার সন্ধ্যায় কদমতলী থানার গোয়ালবাড়ী মোড় থেকে ১০পুরিয়া হেরোইন, ৪০টি ইয়াবা, ৪টি মোবাইল ফোন এবং নগদ টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- কামরুজ্জামান সম্রাট, মো.রাজু, কামরুল ইসলাম ও এক কিশোর। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়