শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯, ০৯:৩০ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৯, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেনেটুনে ১৫০ রান করলো বাংলাদেশ

আক্তারুজ্জামান : ইন্দোরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শুরু থেকেই একের পর এক উইকেট বিসর্জন দিচ্ছিলো টাইগাররা। মুশফিক-মুমিনুল আশা জাগিয়েও ভালো কিছু উপহার দিতে পারেননি। তাই খুব বেশি দূর এগোতে পারেনি টাইগাররা। মেরে কেটে সব মিলিয়ে ১৫০ রানেই শেষ হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস।

দিনের শুরুতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ দলের হয়ে ১১তম টেস্ট অধিনায়ক মুমিনুল হক। কিন্তু শুরুটা ভালো করতে পারেনি গোড়াপত্তন করতে নামা ইমরুল কায়েস ও সাদমান ইসলাম। মাত্র ৬ রান করে ফেরেন ইমরুল। উমেশ যাদবের বলে আজিঙ্কা রাহানের তালু বন্দী হন তিনি।

পরের ওভার অর্থাৎ ৭ম ওভারের শেষ বলে ঈশান্ত শর্মার বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান প্যাভিলিয়নে। আউট হওয়ার আগে নামের পাশে যোগ করেন মাত্র ৬ রান। এরপর মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক মুমিনুল হক। দলীয় স্কোর ৩০ পেরিয়ে ৩২ হওয়ার পর ব্যক্তিগত ১২ রানে মোহাম্মদ সামির বলে এলবি'র ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ মিঠুন।

চতুর্থ উইকেট জুটিতে দলকে সামাল দেয়ার চেষ্টা করেন মুমিনুল ও মুশফিক। তবে এ জুটি ৬৮ রান তুলেই থেমে যায়। অশ্বিনের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ফেরেন মুমিনুল (৩৭)। পরে মাহমুদউল্লাহ রিয়াদ (১০) সুইপ খেলতে গিয়ে অশ্বিনকে উইকেট উপহার দেন। তবে ভালো লড়াই করে মুশফিক ১০৫ বলে ৪৩ রানের পর শামির বলে পরাস্ত হন।

আগ্রাসীভাবে শুরু করলেও ২১ রানের বেশি করতে পারেননি লিটন দাস। এর আগে শামিকে হ্যাটট্রিক চান্স এনে দিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। কিন্তু শামিকে হ্যাটট্রিক না দিলেও ভারতকে হ্যাটট্রিক দেন লিটন। মুশফিক ও মিরাজের পর টানা তৃতীয় বলে প্যাভিলিয়নে ফেরেন লিটন। লোয়ারঅর্ডারে নামা কেউই দায়িত্ব নিতে না পারায় ১৫০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

ভারতের হয়ে বল হাতে দারুণ সফল ছিলেন মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা ও রবীচন্দ্রন অশ্বিনরা। শামি ৩টি এবং অশ্বিন, যাদব ও ইশান্ত ২টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়