তরিকুল ইসলাম : পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখতে ৩ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। সেবা শাখার মহাপরিচালক কূটনীতিক শাহ আহমেদ শফিকে প্রধান করে গঠিত কমিটিকে ৩ কার্য দিবসের মধ্য রিপোর্ট দিতে বলা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) রাত ১০টা ৫৪মিনিটে মন্ত্রণালয়ের মেইন বিল্ডিংয়ের নীচতলায় আগুন লাগে। রাত ১১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের মেইন বিল্ডিংয়ের নীচতলার বাজেট শাখার পাশে বন্ধ ঘরে আগুন লাগে। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিশ্বে সব বাংলাদেশি মিশনের রাষ্ট্রদূত, কর্মকর্তা দূতাবাসের হিসাব এ বাজেট শাখায় স্টিলের আলমারিতে সংরক্ষিত ছিল। এ হিসাবের নথি পত্রে আগুন না লাগলেও ধোঁয়ায় সব কালি লেগেছে।
আসবাবপত্র ও স্টিলের আলমারিতে থাকা কাগজ পত্র সব কালিযুক্ত করে ফেলেছে এ ঘরটির বরাদ্দ ছিল সিনিয়র এসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলে লোহানি বাবু ও এসিস্ট্যান্ট সেক্রেটারি সুমন খালেদের জন্য। সেই ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে একটি কম্পিউটার, প্রিন্টার এসিসহ সব কিছু।