শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯, ০৫:৩৯ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৯, ০৫:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করায় জরিমানা গুণলেন স্মিথ

স্পোর্টস ডেস্ক : আগামী ২১ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া। তার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে ঘরোয়া টুর্নামেন্ট মার্শ শেফিল্ড শিল্ডে খেলতে নামে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। আর নেমেই বিতর্কের অংশ হয়েছেন তিনি। মাশুল হিসাবে জরিমানাও গুণতে হচ্ছে তাকে।

শেফিল্ড শিল্ড টুর্নামেন্টে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলছেন স্মিথ। দলের হয়ে শতকও হাঁকিয়েছেন তিনি। তবে তারপরেই আউট হয়ে আম্পায়রের সিদ্ধান্ত অমান্য করেন।
নিউ সাউথ ওয়েলসের ৩১৪ রানে ৩ উইকেটের সময় ১০৩ রানে অপরাজিত ছিলেন স্মিথ। তার জাতীয় দলের আরেক সতীর্থ মার্কাস স্টয়নিস ছিলেন বোলিংয়ে। এই অলরাউন্ডারের একটি বল খোঁচা দিতে ব্যর্থ হন স্মিথ। বলটি জমে উইকেটরক্ষক জস ইঙ্গলিসের হাতে। তারা ক্যাচ আউটের জন্য জোর আবেদন করলে আম্পায়ার সাড়া দেন, ফলে মাঠ ছাড়তে হয় স্মিথকে। কিন্তু আম্পায়ারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না অজি তারকা। ফলে সাথে সাথেই মত বিরোধ জানান। স্মিথের মতে, বল হাত ব্যাট ছুঁয়ে যায়নি।

আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত ধরে স্মিথকে মাঠ ছাড়তে হয়েছে। আবার মত বিরোধের জন্য জরিমানাও গুণতে হচ্ছে। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। বিতর্কিত এই আউটে স্মিথের ১০৩ রানের ধৈর্যশীল ইনিংসের সমাপ্তি হয়েছে।

এই আউট প্রসঙ্গে স্মিথ বলেন, ‘এমন সিদ্ধান্তে আপনি অবশ্যই বিব্রত হবেন। আমার মনে হয় না আমি বলটা ব্যাতে স্পর্শ করেছিলো, কিন্ত এটাই ক্রিকেট। এসব মেনেই আপনাকে এগিয়ে যেতে হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়