বাংলাট্রিবিউন: প্রয়াত নন্দিত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে স্মরণ করে এবার নির্মিত হয়েছে বিশেষ নাটক। তার অনবদ্য সৃষ্টি সেই তুমি গানের রেশ থাকছে একই নামের নাটকে। ইশতিয়াক অয়নের রচনায় তারেক রহমান এটি নির্মাণ করেছেন।
তারেক রহমান বলেন, মূলত সেই তুমি গানের সূত্র ধরে আমাদের এই নাটকের জন্ম। পুরো গল্পজুড়ে গানটির আবহ রাখার চেষ্টা করেছি। এবং এই গানটিকে নতুন সংগীতায়োজনে তৈরি করেছি নাটকের জন্য। পুরো কাজটি আমি উৎসর্গ করলাম বাচ্চু ভাইয়ের প্রতি। আশা করছি, কাজটি সবার ভালো লাগবে।
জানা গেছে সেই তুমি গানটির নতুন সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। গানটিতে কণ্ঠ দিয়েছেন মুত্তাক হাসিব। নাটকের একটি দৃশ্যশুটিং শেষে নাটকটি এখন রয়েছে সম্পাদনার টেবিলে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুমাইয়া মিথিলা, সারিকা সাবা, মিলি বাসার, রিক প্রমুখ। সেই তুমি নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারের প্রক্রিয়া চলছে।
অনুলিখন: সানমুন নিশাত