শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯, ০৩:৩৫ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৯, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইমরুলের পর ফিরে গেলেন সাদমানও

শিউলী আক্তার : ভারতের বিরুদ্ধে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন ইমরুল কায়েস এবং সাদমান ইসলাম। ধীর গতির ব্যাটিং শুরু করে দুই জনেই ফিরে যান। দলীয় মাত্র ১২ রানে প্যাভিলীয়নের পথ ধরেন ইমরুল। তার পরে ওভারেই ফেরন সাদমান। দুই জনেই ৬ করেন রান করেন
এই রিপোর্ট লেখা অবধি টাইগারদের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ১৩ রান। উইকেটে আছেন মুমিনুল হক (০) এবং মোহাম্মদ মিঠুন (০)।

এর আগে ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ।

এর আগে নয়বার মুখোমুখি হয়েছিলো দুই দল। তার মধ্যে একাবারও জয়ের মুখ দেখেনি বাংলাদেশ। এই নয়বারের দেখায় ভারতের মাঠে মাত্র একটি ম্যাচ খেলেছিলো টাইগাররা। যদিও সেই ম্যাচে ২০৩ রানে হেরেছিলো বাংলাদেশ। আজকের ম্যাচে টস করতে নামেন মুমিনুল হক। দেশের হয়ে ১১তম অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তার। এই ম্যাচ দিয়ে ভারতের বিরুদ্ধে অধরা জয় খরা মেটাতে চাইবে টাইগাররা।

অন্যদিকে টানা ১৩ ম্যাচে টস জিতার পর আজ ভাগ্য নির্ধারণে হেরেছে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। যদিও এই নিয়ে কোনো ভাবনা নেই তার। টস করার সময় তার বক্তব্য ছিলো টস জিতলে ফিল্ডিংই করতেন তিনি। যদিও ২০১৮ সালের পর থেকে আগে বোলিং করে ৭ ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জিতেছে। আর বাকি ৬ ম্যাচেই হেরেছে তারা।

এই ম্যাচে দুইজন স্পিনার ও দুইজন পেসার নিয়ে মাঠে নেমেছে মুমিনুল বাহিনী।

বাংলাদেশ একাদশ : ইমরুল কায়েস, সাদমান, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ ও ইবাদত হোসেন।

ভারত একাদশ : রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চাতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজাঙ্কা রাহানে, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও উমেশ যাদব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়