শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯, ০৬:৫৩ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০১৯, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয় হোক ‘ফুঁ’ বাবার!

 

শঙ্কর মৈত্র : কিশোরগঞ্জে এক ফুঁ বাবার আবির্ভাব নিয়ে দেখলাম ফেসবুকে হৈচৈ চলছে। ফুঁ বাবা পানিভর্তি বোতলে ফুঁ দেন আর সেই পানি খেলে সব রোগ বালাই সেরে যায়। এ খবরে হাজার হাজার মানুষ বোতল নিয়ে আসছেন। কিন্তু প্রতিজনের বোতলে ফুঁ দেয়া সম্ভব নয় বলে ফুঁ বাবা মাইকে ফুঁ দেন। যে পর্যন্ত মাইকের আওয়াজ যায় সে পর্যন্ত ফুঁ বাবার কেরামতি কার্যকর হয়।

সাধারণ মানুষ এই বিশ্বাস নিয়ে হাজির হচ্ছে। খবরে দেখলাম স্থানীয় উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান পরিবেষ্টিত হয়ে ফুঁ বাবা ফুঁ দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশও রয়েছে। বোঝাই যাচ্ছে ফুঁ বাবাকে নিয়ে কোমর বেঁধেই নামা হয়েছে। আমার মনে পড়ছে অনেক বছর আগে সিলেটের কোম্পানীগঞ্জে এমন একজন ফুঁ বাবার আবির্ভাব হয়েছিলো, যিনি তৎকালীন বিডিআর সদস্য ছিলেন। সেই ফুঁ বাবা এখন কোথায় আছেন জানি না। তবে ফুঁ বাবাদের নিয়ে আমার আপত্তি নেই কৌতূহলও নেই। কারণ লাল সালু পড়েছি। মজিদকে চিনেছি। বাংলার আনাচে-কানাচে মজিদদের দেখা মিলে, সাধু বাবাদের দেখা মিলে।

মন্ত্রবলে কতো সাধুর নদী পাড়ি দেয়ার গল্প ছোটবেলাই শুনেছি। নিজের স্বজনদের মধ্যেই এমন সাধুপুরুষ পেয়েছি যিনি শিষ্য বাড়িতে বিশাল সেবাযত গ্রহণ করেছেন। আসার সময় দেখতাম শিষ্যরা নতুন কাঁসার গ্লাসে জল এনে সাধু বাবার পায়ের কাছে রাখতেন আর সাধু বা গোঁসাই বাবা পায়ের বৃদ্ধাঙ্গুলি গ্লাসে ঢুকিয়ে জল পবিত্র করতেন। এই পবিত্র জল ভক্তরা চরণামৃত হিসেবে খেতেন। বছর কয়েক আগে এক গোঁসাই বাবার ভক্তের বাড়িতে শতপদের রান্না করা খাবারের ছবি ফেসবুকে পেয়ে আমি শুধু মন্তব্য করেছিলাম, ‘খাও বাবা খাও।’ তাতেই আমাকে বিপদে পড়তে হয়েছিলো।

দেশ-বিদেশ থেকে ফোনে গোঁসাইর ভক্তদের হুমকি। আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলো। আমি তখন দেশ টিভিতে। নূর ভাইকে (আসাদুজ্জামান নূর) পর্যন্ত ফোন করে আমার বিরুদ্ধে বিচার দেয়া হয়েছিলো। আমাকে শেষ পর্যন্ত মন্তব্যটি মুছে ফেলতে হয়েছিলো। এসব বলার কারণ মানুষের অন্ধ বিশ্বাস। এ ধরনের বিশ্বাস থেকে কাউকে সহজে টলানো যায় না। তবে আমি বিস্মিত হই, যখন দেখি একজন শিক্ষিত মানুষ এমন অন্ধ বিশ্বাসী হন। একবিংশ শতাব্দীতে চরম অন্ধ বিশ্বাস নিয়ে বসবাস করেন। সাধারণ মানুষের এমন বিশ্বাস চলেই আসছে। ফুঁ বাবা, সাধু বাবা কতো বাবা যে আছেন এ সমাজে। তাদের নিয়ে আমি আর কথা বলি না। কারণ... ধর্মটাই বিশ্বাসের উপর নির্ভর। প্রচলিত ধর্মগুলোও বিশ্বাসের উপরই পালন করা হয়। স্বর্গ, নরক, বেহেশত দোজখ সব কিছুই বিশ্বাস। এসব নিয়ে প্রশ্ন তুললে টিকে থাকা যাবে না। প্রশ্ন তুলে অনেকেই মৃত্যুমুখে পতিত হয়েছেন। আমি মনে করি ধর্ম যদি বিশ্বাসের উপর নির্ভর হয় তাহলে ফুঁ বাবাকে নিয়ে অবিশ্বাসের কিছু নেই। কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। জয় হোক ফুঁ বাবার। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়